মুম্বই, 18 নভেম্বর: নর্মদার তীরে ক্রিকেট গ্রহের সেরা হওয়ার লড়াই ৷ ভারতীয় ক্রিকেট কি ফের লিখবে রূপকথার আখ্যান ৷ '83-র লর্ডস কিংবা '11-র ওয়াংখেড়ে কি ফিরবে রবিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ উত্তরটা দেবে সময় তবে, কেরিয়ারের সবচেয়ে আকাঙ্খিত ট্রফিটি দলনায়ক হিসেবে জিততে বদ্ধপরিকর রোহিত শর্মা ৷ যে কোনও দল ফাইনালে উঠে ট্রফি জয়ে মরিয়া থাকবে, সেটা স্বাভাবিক ৷ কিন্তু আগামিকাল কাপযুদ্ধের দশমীর আগে রোহিতের মোটিভেশন কী ? প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে দলের অধিনায়ক মুক্ত কণ্ঠে প্রশংসা করে গেলেন দলের হেড স্যর রাহুল শরদ দ্রাবিড়ের ৷ জানালেন, বিশ্বকাপ জিতে রাহুল ভাইকে গুরুদক্ষিণা দিতে চান তিনি ৷
দশে দশ করে কাল ফাইনালে নামছে 'মেন ইন ব্লু' ৷ জয়ের হ্রেষাধ্বনি কাল জারি থাকলে তৃতীয়বার বিশ্বসেরার মুকুট পরবে ভারত ৷ আর চলতি বিশ্বকাপে ভারতের এই ঈর্ষনীয় পারফরম্যান্স সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যিনি, তিনি রোহিত গুরুনাথ শর্মা ৷ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বলেন, "রাহুল ভাই যখন ক্রিকেট খেলেছেন আর এখন আমরা যে ক্রিকেট খেলি, দু'টোর মধ্যে বৈপরীত্য অনেক ৷ সেই জায়গা থেকে আমাকে স্বাধীন এবং স্বতন্ত্র ক্রিকেট খেলার অনুমতি দেওয়ার বিষয়টিই ওকে (রাহুল দ্রাবিড়) নিয়ে সবকিছু বলে দেয় ৷"