আমেদাবাদ, 19 নভেম্বর: কেরিয়ার বহুমূল্য সব মণিমানিক্যে পরিপূর্ণ থাকলেও বিশ্বকাপ নামক সন্তাপ জারি ছিল ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন ট্রফিটা জিতে কোচ রাহুল দ্রাবিড়কে গুরুদক্ষিণা দিতে চান ৷ কিন্তু কেরিয়ারের বহু আকাঙ্খিত ট্রফি এবং গুরুদক্ষিণা, দু'টো বিষয়ই রবিবারের পরও অধরাই রইল রোহিত গুরুনাথ শর্মার ৷ আর হয়তো অধরা রেখেই বানপ্রস্থে যেতে হবে মুম্বইকরকে ৷ অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে তাই যারপরনাই শোকে মূহ্যমান ভারত অধিনায়ক ৷ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানালেন, এমনটা হওয়ার কথা ছিল না ৷ অজিদের চতুর্থ উইকেট পার্টনারশিপই আমাদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল ৷
ম্যাচে শেষে স্বভাবতই বিমর্ষ রোহিত ৷ অজিদের কৃতিত্ব দিলেও খারাপ দিনে ভারত অধিনায়ক নিজেদের ব্যর্থতাও ঢাকলেন না ৷ রোহিত বললেন, "ফলাফলটা আমাদের পক্ষে নেই কারণ আজ আমাদের পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ তবে হ্যাঁ, আমি এই দলের জন্য গর্বিত ৷ এমনটা হওয়ার কথা ছিল না ৷ তবে সত্যি বলতে 20-30 রান আরও প্রয়োজন ছিল ৷"
রোহিত আরও বলেন, "বিরাট এবং রাহুল যখন ব্যাট করছিল তখন 270-280 রান চলে আসবে বলে মনে হচ্ছিল ৷ কিন্তু আমরা ক্রমাগত উইকেট হারাতে থাকলাম ৷ অন্যদিকে তিন উইকেট হারানোর পরেও অস্ট্রেলিয়ার বিশাল পার্টনারশিপটাই আমাদের হারিয়ে দিল ৷"