পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আরও 20-30 রান দরকার ছিল', বিশ্বকাপ হাতছাড়া করে মেনে নিলেন রোহিত - ICC World Cup 2023

World Cup Final 2023:অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে তাই যারপরনাই শোকে মূহ্যমান ভারত অধিনায়ক ৷ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানালেন, এমনটা হওয়ার কথা ছিল না ৷ অজিদের চতুর্থ উইকেট পার্টনারশিপই আমাদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:49 PM IST

Updated : Nov 19, 2023, 10:55 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: কেরিয়ার বহুমূল্য সব মণিমানিক্যে পরিপূর্ণ থাকলেও বিশ্বকাপ নামক সন্তাপ জারি ছিল ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন ট্রফিটা জিতে কোচ রাহুল দ্রাবিড়কে গুরুদক্ষিণা দিতে চান ৷ কিন্তু কেরিয়ারের বহু আকাঙ্খিত ট্রফি এবং গুরুদক্ষিণা, দু'টো বিষয়ই রবিবারের পরও অধরাই রইল রোহিত গুরুনাথ শর্মার ৷ আর হয়তো অধরা রেখেই বানপ্রস্থে যেতে হবে মুম্বইকরকে ৷ অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে তাই যারপরনাই শোকে মূহ্যমান ভারত অধিনায়ক ৷ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানালেন, এমনটা হওয়ার কথা ছিল না ৷ অজিদের চতুর্থ উইকেট পার্টনারশিপই আমাদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল ৷

ম্যাচে শেষে স্বভাবতই বিমর্ষ রোহিত ৷ অজিদের কৃতিত্ব দিলেও খারাপ দিনে ভারত অধিনায়ক নিজেদের ব্যর্থতাও ঢাকলেন না ৷ রোহিত বললেন, "ফলাফলটা আমাদের পক্ষে নেই কারণ আজ আমাদের পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ তবে হ্যাঁ, আমি এই দলের জন্য গর্বিত ৷ এমনটা হওয়ার কথা ছিল না ৷ তবে সত্যি বলতে 20-30 রান আরও প্রয়োজন ছিল ৷"

রোহিত আরও বলেন, "বিরাট এবং রাহুল যখন ব্যাট করছিল তখন 270-280 রান চলে আসবে বলে মনে হচ্ছিল ৷ কিন্তু আমরা ক্রমাগত উইকেট হারাতে থাকলাম ৷ অন্যদিকে তিন উইকেট হারানোর পরেও অস্ট্রেলিয়ার বিশাল পার্টনারশিপটাই আমাদের হারিয়ে দিল ৷"

স্বল্প পুঁজি নিয়ে দলের বোলারদের লক্ষ্য কী ছিল ৷ উত্তরে ভারত অধিনায়ক জানালেন, দ্রুত বিপক্ষের কয়েকটা উইকেট তুলে নেওয়াই লক্ষ্য ছিল দলের ৷ কিন্তু ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেন সব হিসেব বদলে দিল বলে জানান রোহিত ৷ একইসঙ্গে ভারত অধিনায়ক জানান, বাতিস্তম্ভের আলোয় ব্যাটিং অস্ট্রেলিয়ার পক্ষে সুবিধাজনক হয়েছে ৷

পক্ষান্তরে ষষ্ঠবার দেশকে বিশ্বকাপ দিয়ে প্যাট কামিন্স বলেন, "মনে হয় শেষের জন্য আমরা সেরাটা তুলে রেখেছিলাম ৷ আজ সকলে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে ৷ ওদের (ভারতীয় দল) তিনশোর মধ্যে বেঁধে রাখা সত্যিই কৃতিত্বের ৷"

আরও পড়ুন:

  1. হেডের ব্যাটে 'বিরাট' জয় অস্ট্রেলিয়ার, সবরমতীর জলে রোহিতদের বিশ্বজয়ের স্বপ্নের 'সলিল সমাধি'
  2. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'
Last Updated : Nov 19, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details