বেঙ্গালুরু, 12 নভেম্বর:সেমিফাইনালের আগে রবিবার বেঙ্গালুরুতে লিগের শেষ ম্যাচে মেজাজে টিম ইন্ডিয়ার ব্যাটিং ৷ টপ অর্ডার থেকে মিডল অর্ডার, ডাচদের বিরুদ্ধে সকল ব্যাটারই পেলেন অর্ধশতরান ৷ অন্যথা নন রোহিত শর্মাও ৷ রবিবার ক্রিজে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক স্বভাবে ধরা দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁকে 61 রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হলেও এদিন তিনি দু'টি রেকর্ড ছুঁয়ে নজির গড়েন ক্যাপ্টেন রোহিত ৷ ছক্কা হাঁকিয়ে এই বিশ্বরেকর্ড করেন রোহিত।
এক ক্যালেন্ডার বছরে রোহিত শর্মা এদিন ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড নিজের নামে করেন। চলতি ক্যালেন্ডার বছরে 59টি ছক্কা মেরেছেন তিনি। এদিন ইনিংসের 6.4 ওভারে কলিন অ্যাকারম্যানের বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন ভারত অধিনায়ক। তিনি এদিন দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছেন রোহিত। 2015 সালে একটি ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক 58টি ছক্কা মেরেছিলেন ডি'ভিলিয়ার্স। সেই রেকর্ডই এদিন ছাপিয়ে গেলেন 'হিটম্যান' ৷ এই রেকর্ডের তালিকায় তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছেন ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদিও ৷