ধরমশালা, 23 অক্টোবর: মহম্মদ শামি-বিরাট কোহলিদের হাত ধরে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। রবিবার সন্ধ্যায় প্রথমে শামি তারপর বিরাটের সৌজন্যে দু'দশক বাদে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় কিউই 'বধ' করতে পেরেছেন রোহিতরা। দলের খেলায় স্বভাবতই খুশি অধিনায়ক। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই তৃপ্তি গোপন করেননি। শামি থেকে শুরু করে কোহলিদের খেলায় তিনি যে 'বিরাট' খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপের প্রথম চার ম্যাচে মাঠে নামা হয়নি মহম্মদ শামির। বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়ার চোট না লাগলে হয়তো বাকি ম্যাচগুলিও সাজঘরেই কাটত উত্তরপ্রদেশ জাত বাংলার এই পেসারের। তবে ক্রিকেট মানেই ফিরে আসা। ধরমশালার মাঠে নিজের 10 ওভারে 54 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়ে শামি বোঝালেন,"এভাবেও ফিরে আসা যায়!"
সাংবাদিক প্রশ্নের উত্তরে রোহিতকে বলতে শোনা গেল," বিশ্বরকাপের শুরুটা আমাদের ভালো হয়েছে। তবে অর্ধেক কাজ এখনও বাকি। দলের সুযোগ পাওয়াটা শামি দু'হাতে কাজে লাগিয়েছে। এই ধরনের মাঠে খেলার অভিজ্ঞতা শামির আছে। সেটাই সাফল্যের বড় কারণ।"
আরও পড়ুন:বিশ্বকাপে অব্যাহত ‘বিরাট শো’! কোহলি ম্যাজিকে কিউয়ি ‘বধ’ করে শীর্ষে ভারত
প্রথম দুটো উইকেট তাড়াতাড়ি পরলেও একটা সময় কিউই ব্যাটারদের দাপটে বেশ খানিকটা ব্যাকফুটে চলে যায় রোহিত অ্যান্ড কোং। সেখান থেকেই দলকে ম্যাচে ফিরিয়ে আনার কাজ করেন শামিরা। সেকথা উল্লেখ করে রোহিত বলেন,"একটা সময় মনে হয়েছিল 300-র বেশি রান তাড়া করতে হবে। সেটা হতে না দেওয়াই বোলারদের কৃতিত্ব।"
এরপরই আসে 'বিরাট-কথা'। মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি পাননি। এই ম্যাচে শতরান করলে পরপর দুটো ম্যাচে মাইলফলক স্পর্শ করার কৃত্বিত্বের মালিক হতেন বিরাট। তবে দলের দুই ওপেনার ফিরে যাওয়ার পর জাদেজাকে সঙ্গে নিয়ে বিরাট যেভাবে ম্যাচের হাল ধরেছেন তাতে খুশি রোহিত। তিনি বলেন,"বিরাট বছরের পর বছর ধরে আমাদের হয়ে এই কাজটাই করে চলেছে। পরপর কয়েকটি উইকেট হারানোর পর জাদেজাকে সঙ্গে নিয়ে ব্যাটিংকে নির্ভরতা দিয়েছে বিরাট।" অন্য একটি প্রসঙ্গে শুভমন গিলের তাঁর ওপেনিং জুটি নিয়েও মন্তব্য করেন রোহিত। তাঁর কথায়, "আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। আমি নিজের খেলা উপভোগ করছি। দল ভালো করলে সকলেরই ভালো লাগে । এর বেশি আমার কিছু বলার নেই।"
আরও পড়ুন:সন্ধিপুজোর সন্ধিক্ষণে ব্রাত্যজনের স্পর্ধার প্রত্যাবর্তন