আমেদাবাদ, 19 নভেম্বর:অধিনায়ক যখন মুখে সকলকে উদ্বুদ্ধ করেন সেটা একরকম, কিন্তু তিনি যখন নিজে সামনে থেকে নেতৃত্ব দেন তখন খেলোয়াড়রা আরও উৎসাহিত হন । ঠিক এভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বের ব্যাখ্যা দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া । রোহিত শর্মার ক্ষেত্রেও চলতি বিশ্বকাপে ঠিক একই কথা বলা চলে । ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দলের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। আমেদাবাদেও ছবিটা বদলাল না । নিজের আবেগকে সবরমতীর জলে বিসর্জন দিয়ে রবিবারও তিনি ব্যাটিং করে গেলেন সুইসাইড বম্বারের মতো। একইসঙ্গে অধিনায়ক হিসাবে গড়লেন একটি দুরন্ত রেকর্ড ।
'রো-কো'(রোহিত শর্মা-বিরাট কোহলি) জুটি চলতি বিশ্বকাপের শুরু থেকেই রয়েছেন দারুণ ফর্মে । অধিনায়কের ব্যাট থেকে চলতি বিশ্বকাপ এসেছে 597 রান । 11টি ইনিংসে 1টি শতরান এবং 3টি অর্ধশতরান করেছেন তিনি । যদিও আরও অনেকগুলি বড় রান এবার মাঠে ফেলে এসেছেন হিটম্যান । তবে এক বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান এল তাঁর ব্যাট থেকেই । এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন । 2019 সালে তাঁর ব্যাট থেকে এসেছিল 578 রান ।