নয়াদিল্লি, 16 নভেম্বর: অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে ফাইনালে উঠেছে ! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট কোহলির 50তম শতরান, শ্রেয়াস আইয়ারের শতরান, আর মহম্মদ শামির 7 উইকেট ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে ৷ স্বভাবত উচ্ছ্বসিত দেশ ৷ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার সাফল্যে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং আরও অনেকে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, " আজকের সেমি ফাইনাল আরও বিশেষ হয়ে উঠল ৷ প্রত্যেকের পারফরম্যান্স দুর্দান্ত ছিল ৷ প্রত্যেকে ধন্যবাদ ৷ এই ম্যাচ এবং পুরো বিশ্বকাপে মহম্মদ শামির বোলিং আগামী প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে উপভোগ করার মতো ৷ শামি, আপনি খুব ভালো খেলেছেন !"
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লেখেন, "বসের মতো ফাইনালে উঠেছো ৷ ক্রিকেটের শক্তির কী অসাধারণ পারফরম্যান্স ৷ আগামী দিনের জন্য শুভেচ্ছা, কাপটা জিতে নাও ৷"