পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: দুর্ধর্ষ বিরাট-শ্রেয়স-শামি, অভিনন্দন প্রধানমন্ত্রী-শাহ-রাহুলের

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল ৷ 19 নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ৷ বুধবার অসাধারণ পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ৷

ETV Bharat
ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

By PTI

Published : Nov 16, 2023, 8:17 AM IST

Updated : Nov 16, 2023, 8:25 AM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে ফাইনালে উঠেছে ! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট কোহলির 50তম শতরান, শ্রেয়াস আইয়ারের শতরান, আর মহম্মদ শামির 7 উইকেট ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে ৷ স্বভাবত উচ্ছ্বসিত দেশ ৷ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার সাফল্যে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং আরও অনেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, " আজকের সেমি ফাইনাল আরও বিশেষ হয়ে উঠল ৷ প্রত্যেকের পারফরম্যান্স দুর্দান্ত ছিল ৷ প্রত্যেকে ধন্যবাদ ৷ এই ম্যাচ এবং পুরো বিশ্বকাপে মহম্মদ শামির বোলিং আগামী প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে উপভোগ করার মতো ৷ শামি, আপনি খুব ভালো খেলেছেন !"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লেখেন, "বসের মতো ফাইনালে উঠেছো ৷ ক্রিকেটের শক্তির কী অসাধারণ পারফরম্যান্স ৷ আগামী দিনের জন্য শুভেচ্ছা, কাপটা জিতে নাও ৷"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা ৷ ট্রফির কাছে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম ৷ পুরো দলের দুর্ধর্ষ পারফরম্যান্সে প্রত্যেক ভারতীয় উচ্ছ্বসিত ৷ বিশেষত, বিরাট কোহলির রেকর্ড আর মহম্মদ শামির 7টি উইকেট ছিনিয়ে নেওয়া ৷ এবার দেশ রুদ্ধশ্বাস ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে ৷ শুভেচ্ছা!"

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি সোশাল মিডিয়ায় লেখেন, "ভারতীয় দল, দারুণ ! কী দুর্দান্ত টিম ওয়ার্ক ৷ কাপটা এবার ঘরে আসুক ৷" কংগ্রেস সাংসদ শশী থারুরও মহম্মদ শামিকে তাঁর দারুণ পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, "বিশ্বকাপে মহম্মদ শামির আরও একটা অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে স্যালুট জানাই ৷ তাঁকে ভারতীয় দলে নেওয়ার বিষয়টিকে বরাবরই সমর্থন করেছি ৷"

আরও পড়ুন:

  1. ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, কিউয়ি-হার্ডল টপকে তৃতীয়বার বিশ্বজয়ের কিনারে ভারত
  2. দশ কা দম! কিউয়ি 'বধ' করে ফাইনালে 'টিম ইন্ডিয়া', ফিরে দেখা রোহিতদের সফরনামা
  3. সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট
Last Updated : Nov 16, 2023, 8:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details