কলকাতা, 9 নভেম্বর: ক্রিকেটের সঙ্গে বিনোদনের জগতের মিঠে সম্পর্ক বহুদিনের ৷ ভারতীয় দলের অধিনায়ক মনসুর আলি খান পতৌদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলি-বলি অভিনেত্রী শর্মিলা ঠাকুর । সেই ধারা আজও বজায় রয়েছে ৷ বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, হরভজন সিং-গীতা বসরা, হার্দিক পাণ্ডিয়া-নাতাশ স্ট্যাংকোভিচ, কেএল রাহুল-আথিয়া শেট্টি, জাহির খান-সাগরিকা ঘাটগের মতো দম্পতিরা ক্রিকেট ও ফিল্মের মধুচন্দ্রিমার পরিচায়ক ৷ এ বার সেই তালিকায় কি নয়া সংযোজন হতে চলেছে ?
বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর পেস বোলার মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ । এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইটিভি ভারত তাঁর সঙ্গে যোগাযোগ করলে মনে-প্রাণে ক্রীড়াপ্রেমী এই অভিনেত্রী জানালেন, একটা সময় তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিয়ে করার জন্যও বদ্ধপরিকর ছিলেন ৷
কোনওরকম রাখঢাক না করে সামাজিক মাধ্যমে সরাসরি নিজের প্রেমকাহিনি শুনিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ ৷ শামিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে তিনি প্রকাশ্যে লিখেছেন,
"শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও । আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি ।"
এক্স হ্যান্ডেলে তাঁর এই পোস্ট দেখে উত্তাল নেট দুনিয়া । তাঁর প্রেমের গল্প শুনতে ইটিভি ভারত যোগাযোগ করেছিল মুম্বই নিবাসী পায়েল ঘোষের সঙ্গে । পায়েল সহাস্যে বলেন, "আমি খুব ক্যাজুয়ালি লিখেছি কথাটা । এটা জাস্ট ওঁর খেলার প্রশংসাস্বরূপ আমি লিখেছি । আর কিছুই না । আমি ওঁর খেলার ফ্যান । আমি মাত্র দুই-তিন বছর বয়স থেকে ক্রিকেট দেখি । কলকাতায় আমাদের শ্যামবাজারে বাড়ি । পরিবারের নারী, পুরুষ নির্বিশেষে ক্রিকেট দেখে নিয়মিত । তাই আমিও বসে বসে দেখতাম ।"
আরও পড়ুন:স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে 50 হাজার টাকা দিতে হবে শামিকে, নির্দেশ আলিপুর আদালতের
এ প্রসঙ্গে তাঁর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি ভালোবাসার কথাও খোলাখুলি জানালেন পায়েল ৷
তিনি বলেন, "আমি তো সৌরভ গাঙ্গুলিরও ফ্যান । কলকাতার রাজপুত্র উনি । এতটাই বড় ফ্যান ছিলাম যে, অনেক ছোট বয়সেই বলতাম আমি গাঙ্গুলিকে বিয়ে করব । আমি যখন খুব ছোট, তখন সৌরভ গাঙ্গুলির বিয়ে হয়ে যায় । আমি খুব কেঁদেছিলাম । তো আমি এ রকম ভক্ত ক্রিকেটের । ক্রিকেটে আমার প্রথম ক্রাশ সৌরভ গাঙ্গুলি । আর এখন আমি শামির খেলার প্রেমে পড়েছি ।..."
মহম্মদ শামি পায়েলের এই পোস্ট দেখলেও চুপ রয়েছেন । তিনি এমনিতেই সামাজিক মাধ্যমে কমই আসেন । প্রসঙ্গত, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের বিবাহবিচ্ছেদের মামলা বর্তমানে বিচারাধীন ৷ চিয়ারলিডার হাসিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে 2014 সালে তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি ৷ পরের বছরই তাঁদের একটি শিশুকন্যার জন্ম হয় ৷ যদিও শামি ও হাসিনের সম্পর্ক তেতো হতে শুরু করে তার পর থেকেই ৷ শামির বিরুদ্ধে পরকীয়া, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন হাসিন জাহান ৷
আরও পড়ুন:জীবনের পরতে পরতে সংগ্রাম, শামি জবাব দিচ্ছেন মাঠেই; জেনে নিন ভারতীয় পেসারের অজানা কাহিনী
উল্লেখ্য, পায়েল ঘোষ মূলত দক্ষিণী এবং হিন্দি ছবিতেই বেশি অভিনয় করেন । বাংলা ছবিতে তাঁকে দেখা যায়নি এখনও । এর কারণ জানতে চাইলে তিনি বলেন, "এমন একটা চরিত্র বাংলাতে চাই, যেটার জন্য জাতীয় পুরস্কার পাব । নিজের সবটা উজার করে কাজ করব । শুধু একটা ভালো চরিত্র চাই ।" সামনেই পায়েল অভিনীত অশোক ত্যাগী পরিচালিত 'ফায়ার অফ লাভ রেড' নামে হিন্দি ছবির রিলিজ আছে । পায়েলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'প্রায়াণাম', 'বর্ষাধারে', 'উসারাভেল্লি', ' মিস্টার রাস্কেল', 'প্যাটেল কি পঞ্জাবি শাদি'। তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন এই বঙ্গতনয়া । ও দিকে, বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলে 16টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গিয়েছেন শামি । এই সাফল্যের মাঝেই জাতীয় স্তরের অভিনেত্রীর কাছ থেকে পেলেন বিয়ের প্রস্তাব । ক্রীড়া-বিনোদন যুগলবন্দির তালিকায় নতুন দম্পতির সংযোজন কি ঘটবে ? সময় দেবে তার উত্তর ৷