পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবরমতীতে বিশ্বজয়ের উদযাপন, ক্রুজে ট্রফি হাতে পোজ দিলেন কামিন্স - প্যাট কামিন্স ও তাঁর দলের সদস্যরা

Pat Cummins poses with World Cup trophy: সবরমতীর উপরে ক্রুজে চড়ে জয় উদযাপন করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও তাঁর দলের সদস্যরা ৷ রবিবার ভারতকে হারিয়ে 6 উইকেটে ফাইনাল জিতে নেয় তাঁরা ৷

Pat Cummins poses with World Cup trophy
সবরমতীতে ট্রফি হাতে সেলিব্রেশন কামিন্সের

By ANI

Published : Nov 20, 2023, 8:24 PM IST

সবরমতীতে বিশ্বজয়ের উদযাপন কামিন্সের

আমেদাবাদ, 20 নভেম্বর: গ্যালারিতে লক্ষেরও বেশি মানুষের চিৎকার, স্লোগান এই চাপ কীভাবে সামলাবেন? ফাইনালের আগে এহেন প্রশ্ন শুনে অধিনায়ক প্যাট কামিন্স দাবি করেছিলেন, তাঁরা গ্যালারিকে চুপ করিয়ে দেবেন ৷ রবিবার ঠিক সেটাই দেখল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ নিজে হাতে যখন বিরাট কোহলির উইকেট ছিটকে দিলেন তিনি তখনও গোটা স্টেডিয়াম স্তব্ধ ৷ হয়তো কয়েক সেকেন্ডের জন্য় থমকে গিয়েছিল গোটা দেশের হৃদস্পন্দনই ৷ আশঙ্কাটা তখন থেকেই দানা বাঁধছিল ৷ এবারও কি তবে? হ্যাঁ, 20 বছর পরও বদলার স্বপ্ন পূর্ণ হল না ৷ ট্রফি নিয়ে জয়ে উদযাপনে মেতে উঠেছে গোটা দল ৷ সবরমতীর উপরে ক্রুজে বসে ছবি তুলতে দেখা গেল কামিন্সকেও ৷

সোমবার ট্রফি জয়ের উদযাপন করতে সবরমতীতে ক্রুজে সময় কাটান কামিন্স ৷ নিয়ম মেনে ট্রফি হাতে ফটোশুটও করলেন কামিন্স ৷ গতকাল ট্রফি জয়ের পর তিনি বলেন, "আমার মনে হয় সেরাটা শেষের জন্য় বাঁচিয়ে রেখেছিলাম ৷ দু'জন বিগ ম্যাচ প্লেয়ার ঠিক সময় হাত তুলেছেন ৷ টুর্নামেন্টের শুরুর দিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে ব্যাটিং নিচ্ছিলাম ৷ এদিন আমরা ভেবেছিলাম রান তাড়া করার জন্য দিনটা দারুণ হতে চলেছে ৷ আমাদের মনে হয়েছিল আমরা আরও সহজে জিতে যাব ৷"

প্রসঙ্গত, ম্য়াচে প্রথম ব্যাটিং করতে নেমে মাত্র 240 রানে গুটিয়ে যায় ভারতীয় দল ৷ রোহিত শর্মার 47 রান, বিরাট কোহলির 54 রান এবং কেএল রাহুলের 66 রানের ইনিংস ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটারই তেমন সাহায্য করতে পারেননি ৷ বিশেষত, সূর্যকুমার যাদব তো একেবারেই তেমন কিছু করতে পারেননি ৷

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র 34 রান খরচ করে 2 উইকেট তুলে নেন প্যাট কামিন্স ৷ মিচেল স্টার্ক পান 3 উইকেট ৷ রান তুলতে তেমন কোনও সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার ৷ ট্রাভিস হেডের 137 রান এবং মার্নাস লাবুশেনের 58 রানের দৌলতে 6 উইকেটে দুরন্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন:

  1. 'গতকাল আমাদের দিন ছিল না', প্রধানমন্ত্রীর আলিঙ্গনের ছবি পোস্ট করে লিখলেন শামি
  2. বিশ্বজয়ী অধিনায়কের জায়গা হল না সেরা একাদশে, কামিন্সকে টেক্কা রোহিতের; দলে আর কারা

ABOUT THE AUTHOR

...view details