পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটাররা ফর্মে ফিরবেন, আশাবাদী কামিন্স - Australia Vs Pakistan

পাকিস্তানের বিরুদ্ধে জয় যাত্রা অব্যহত রাখতে ব্যাটাররাই হত চলেছেন মূল অস্ত্র ৷ তেমনটাই মত অজি অধিনায়ক প্যাট কামিন্সের ৷ তাঁর দাবি বেঙ্গালুরুর ছোট মাঠে জিততে হলে বড় স্কোর সংগ্রহ করতেই হবে ৷

ICC World Cup 2023
ব্যাটারদের নিয়ে আশাবাদী কামিন্স

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 6:33 PM IST

বেঙ্গালুরু, 19 অক্টোবর:অবশেষে জয়ের রাস্তা খুলেছে অস্ট্রেলিয়ার জন্য় ৷ লাগাতার দু'টি ম্যাচে হারের পর অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে ফিরেছে ক্যাঙারুব্রিগেড ৷ এবার প্রতিপক্ষ পাকিস্তান ৷ জস ইংলিশ এবং মিচেল মার্শ ছাড়া আর কোনও অজি ব্যাটার এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে অর্ধশতরানও পাননি ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটাররা ফর্মে ফিরবেন বলেই আশা অধিনায়ক প্যাট কামিন্স ৷

বৃহস্পতিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে অজি অধিনায়ক বলেন, "বেঙ্গালুরুর মাঠ ছোট তাই আমি বলতেই পারি হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে ৷ পিচও বেশ ভালো ৷ তাই ব্যাটিং এখানে খুব গুরুত্বপূর্ণ হবে ৷ তবে গত ম্যাচে শুরুটা যেমন হয়েছিল সেটাই মঞ্চ তৈরি করে দিয়েছিল ৷" তিনি আরও বলেন, "মিচেল এবং ডেভি(ডেভিড ওয়ার্নার) প্রথম ওভার থেকেই সুন্দর শুরু করেছিল ৷ আমরা খেলোয়াড়দের কাছে ঠিক এটাই চাই ৷ ওরা প্রচণ্ড পরিশ্রম করছে ৷ আমি নিশ্চিত রান আসতে চলেছে ৷"

জসের বিপুল প্রশংসা করে প্যাট বলেন, "এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে অ্য়ালেক্স ক্যারি শেষ দু'টো ম্য়াচ খেলতে পারেননি ৷ আমরা জানি ও দারুণ খেলোয়াড় ৷ তবে জস যেভাবে নিজেকে প্রমাণ করেছে তা অসাধারণ ৷" শিশির পতন প্রতিটা খেলাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ৷ তাই প্রথমে বল না কি ব্যাট কোনটা করা উচিত তা নিয়েও এদিন মুখ খোলেন তিনি ৷ তাঁর কথায়, "হ্য়াঁ এটা একটা ফ্যাক্টর ৷ তবে আগেও বলেছি টি-20 ম্যাচের ক্ষেত্রে শিশির 50% প্রভাব ফেলতে পারে ৷ তবে ওডিআই-এর ক্ষেত্রে মাত্র 20 ওভার এর প্রভাব থাকবে ৷" তবে তাঁর মতে পরে বোলিং করাটা হয়তো একটু কঠিন হতে পারে ৷

প্রতিপক্ষকে নিয়ে বলতে গিয়ে কামিন্স বলেন, "ওদের দল সব সময় তালিকায় ওপরের দিকে থাকে ৷ দারুণ পেসার আছে যারা শুরুতেই বিপক্ষকে বড় ধাক্কা দিতে পারে ৷ আবার 20 ওভার বোলিং করার মতো স্পিনারও আছে ওদের ৷" অজি অধিনায়কের মতে মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম তো বটেই আরও কয়েকজন ব্যাটার আছে, যাঁরা রীতিমতো সমস্য়া সৃষ্টি করতে পারে ৷

আরও পড়ুন:লিটনের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে মচকাল গোড়ালি, মাঠ ছাড়লেন হার্দিক

তিনি বলেন, "আর সঙ্গে ওদের রিজওয়ানের মতো ব্যাটার আছে ৷ বাবর তো সবসময়ই দারুণ ব্যাটিং করে ৷ আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা শেষের দিকে রান করতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details