পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ছুটি কাটিয়ে অনুশীলনে পাকিস্তান, শেষ চারে প্রবেশ করতে মরিয়া বাবররা

দু'দিন বিশ্রামের পরে এবার ইডেনে অনুশীলনে নেমে পড়ল পাকিস্তান । বুধবার দুপুরে ঘণ্টা তিনেকের প্র্যাকটিস সেশন সারলেন বাবর আজমরা ৷

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:31 PM IST

ICC World Cup 2023
ছুটি কাটিয়ে অনুশীলনে পাকিস্তান

কলকাতা, 8 নভেম্বর: দু'দিন বিশ্রামের পরে অবশেষে অনুশীলনে পাকিস্তান । বুধবার দুপুরে ঘণ্টা তিনেকের প্র্যাকটিস সেশন ছিল বাবর আজম, হ্যারিস রউফদের । আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংস এবং অস্ট্রেলিয়ার জয়ে পয়েন্ট টেবিলের ছবিটা বদলে গিয়েছে । শেষ চারে অস্ট্রেলিয়ার জায়গা পাকা হওয়ার সঙ্গেই পাকিস্তানের শেষ চারে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে ।

শুক্রবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ। কেন উইলিয়ামসনরা জিতলে পাকিস্তানের আশা প্রায় শেষ। কিন্তু কিউয়িদের ভাগ্যাকাশে বৃষ্টির ভ্রুকুটি । আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টি কাঁটা ছড়াবে নিউজিল্যান্ডের ম্যাচে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধেও গত দু'টো বিশ্বকাপের রানার্স দলের সামনে বৃষ্টি কাঁটা হয়েছে ।

বাবর আজমরা অবশ্য পয়েন্ট টেবিল নয় পরিস্থিতি বিচার করে নিজেদের নিংড়ে দিতে মরিয়া। অনুশীলনে এসে শাহিন আফ্রিদির বোলিংয়ের সামনে ব্যাটিং ঝালিয়ে নিলেন বাবর আজম । প্র্যাকটিসে ইমাম-উল হক এবং মহম্মদ নওয়াজ ছাড়া সকলেই উপস্থিত ছিলেন । চোট সারিয়ে প্র্যাকটিস করলেন শাদাব খান এবং হ্যারিস রউফও।

ছুটি কাটিয়ে অনুশীলনে পাকিস্তান

দলের লেগস্পিনার উসামা মীর জানিয়েছেন দলের সকলেই পরিস্থিতি কাজে লাগাতে মরিয়া । তিনি বলেন, "আমরা সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী। দলের প্রতিটি সদস্য ম্যাচের গুরুত্ব বুঝে নিজেকে নিংড়ে দিতে চাইছে । প্রত্যেকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ৷" স্পিন এবং পেস দুই ধরনের বোলারদের বিরুদ্ধেই অনুশীলন করেন পাক ব্যাটাররা ।

বুধবার দুপুরে ঘণ্টা তিনেকের সারলেন তাঁরা

আরও পড়ুন:নিয়মরক্ষার ম্যাচে শতরান স্টোকসের, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের পাহাড়ে ইংরেজরা

এমনকী শাহিন আফ্রিদিকেও ব্যাট হাতে নেটে দেখা গিয়েছে । মাঠের বাইরেও পাকিস্তান দল ফুরফুরে মেজাজে । মঙ্গলবার গলফ খেলা, বিকেলে শপিং করতে যাওয়ার মধ্যে দিয়ে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন তাঁরা। বুধবার ইডেনে অনুশীলন করার সময় উপস্থিত জনতাকে অটোগ্রাফ দিতেও দেখা গেল পাক ক্রিকেটারদের । ইডেন ছাড়ার সময় অটোগ্রাফ দেওয়ার আবদার মেটালেন বাবর আজম। সবমিলিয়ে সেমিফাইনালের আশা বাড়লেও তা নিয়ে বাড়তি চাপে নেই পাকিস্তান ।

ABOUT THE AUTHOR

...view details