হায়দরাবাদ, 10 অক্টোবর:হায়দরাবাদে বিশ্বকাপের অষ্টম ম্যাচে মঙ্গলবার সম্মুখ সমরে নেমেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা ৷ বিশ্বকাপে ইতিমধ্য়েই নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের প্রথম জয় পেয়ে গিয়েছে পাকিস্তান ৷ আজ বাবরদের লক্ষ্য ছিল দ্বিতীয় জয় ৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর প্রথম জয় পেতে মরিয়া ছিল লঙ্কা বাহিনিও ৷ হায়দরাবাদের পাটা পিচে এদিন দেখা গেল রানের বন্যা ৷ ফের একবার দুই ইনিংস মিলিয়ে উঠল 700-এর কাছাকাছি রান ৷ তবে শেষ হাসি হাসল বাবর আজমের দলই ৷
দিনের শুরুতে জোড়া সেঞ্চুরি করে দলকে রানের পাহাড় উপহার দিয়েছিলেন কুশল মেন্ডিস এবং স্টাম্পার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ৷ 344 রানের জবাবে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি ফিরিয়ে দিল পাকিস্তানও ৷ মাত্র 103 বলে 110 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে গেলেন তরুণ আবদুল্লাহ সফিক ৷ 23 বছর বয়সি এই ব্যাটার তাঁর বিশ্বকাপের শতরানটি সাজালেন 3 ছয় ও 10টি চার দিয়ে ৷ আর অন্যদিকে পাক স্ট্যাম্পার ব্যাটার মহম্মদ রিজওয়ানও এদিন দেখালেন তাঁর ব্যাটের জাদু ৷ শতরান তো করলেনই দলকে পৌঁছে দিলেন জয়ের পথেও ৷ বড় রান তাড়া করতে নেমে কীভাবে ঠান্ডা মাথায় দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিতে হয় তা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিলেন তিনি ৷