পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Abhinav Bindra Wishes Team India: 'চাপ হল বিকেলের রোদে দীর্ঘ ছায়ার মতো...' সেমির আগে বিরাটদের গুরুত্বপূর্ণ টিপস বিন্দ্রার - প্রত্যাশার চাপ হল বিকেলের রোদে দীর্ঘ ছায়ার মতো

প্রত্যাশার চাপ হল বিকেলের রোদে দীর্ঘ ছায়ার মতো ৷ তার থেকে পালিয়ে বাঁচার কোনও উপায় নেই ৷ বরং তাঁকে আলিঙ্গন করাই শ্রেয় ৷ ঠিক এই ভাষাতেই ভারতীয় দলকে চাপ সামলানোর পরামর্শ দিলেন অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা ৷

Abhinav advice for Team India
সেমির আগে বিরাটদের গুরুত্বপূর্ণ টিপস বিন্দ্রার

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 8:37 PM IST

Updated : Nov 13, 2023, 8:50 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: 9 ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে শেষ করেছে টিম ইন্ডিয়া ৷ তবে 2019 সালে গ্রুপ ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছেছিল 'মেন ইন ব্লু' ৷ সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে শেষ হয়ে যায় তাদের বিশ্ব জয়ের স্বপ্ন ৷ এবারও সেমিতে প্রতিপক্ষ সেই কিউয়িবাহিনী ৷ ম্যাচের আগে তাই ভারতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন অলিম্পিকসে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা ৷

এক্সে (বর্তমান নাম টুইটার) একটি পোস্টে তিনি লেখেন, "বয়েজ ইন ব্লু এখন সেমিফাইনালের জন্য তৈরি হচ্ছে ৷ প্রত্যাশার চাপ কীভাবে সামলাবে তারা- রইল দু'টি গুরুত্বপূর্ণ টিপস ৷ যদিও তাদের এ নিয়ে কোনও টিপস দরকার তা নয় ৷ ওরা সত্যিই দারুণ পারফরম্যান্স করছে ৷ তবে মনে রাখা দরকার বর্তমান মুহূর্তটা হল একটা পারফেক্ট শটের মতো ৷ এটাই ধরে রাখতে হবে ৷ তোমার রুটিনই তোমার কাছে রীতি (প্রথা বা রিচুয়াল) হওয়া উচিত ৷ এই অনুশীলনই চাপকে পারফরম্যান্সে বদলে দেবে ৷ এটাই ধরে রাখ ৷ তবে কখনও গুগলির সামনে দাঁড়াতে ভয় পেও না ৷ আর পরিস্থিতির সঙ্গে অভিযোজনে করতে পিছিয়ে যেও না ৷"

তিনি আরও লেখেন, "সংকট এমন একটা শব্দ যার অন্য অর্থ হল, 'আমি ইতিহাস তৈরি করতে পারতাম' ৷ তাই পরিস্থিতি কঠিন হতেই পারে কিন্তু তা ঠিক কেটে যাবে ৷ আর তাই সেসময় আরও গভীরে ডুব দাও ৷ আর তারপর আকাশচুম্বী ভবন তৈরি কর ৷" বিন্দ্রা জোর দিয়ে বলেন, "চাপ তো খেলোয়াড়দের নিতেই হবে কারণ ওটা হল বিকেলের রোদে ছায়ার মতো ৷ তাই তার থেকে না-পালিয়ে তাকে আলিঙ্গন করাই উচিত ৷"

2008 সালে বেজিং অলিম্পিকসে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ৷ শুধু তাই নয় কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি ৷ অভিনব নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন কীভাবে জয় পেতে হয় ৷ এক যুগ আগে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল ৷ এবার স্বপ্নের জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা ৷

আরও পড়ুন:

  1. লিগের শেষ ম্যাচে সেরা ফিল্ডার সূর্য, ঘোষণা করলেন মাঠ কর্মীরা
  2. লক্ষ্য সেমিফাইনাল, সোমবার থেকেই ইডেনে মহড়া অজি-প্রোটিয়াদের
Last Updated : Nov 13, 2023, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details