পুনে, 1 নভেম্বর:কিউয়ি বোলারদের নিয়ে এবার ছেলেখেলা করলেন প্রোটিয়া ব্যাটাররা ৷ পুনের এমসিএ স্টেডিয়ামে কুইন্টন ডি'কক ও রাসি ভ্যান-ডার ডুসানের জোড়া শতরানে কিউয়িদের সামনে 358 রানের লক্ষ্যমাত্রা রাখল দক্ষিণ আফ্রিকা ৷ সেই সঙ্গে ফিরল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্মৃতিও ৷ লঙ্কা বোলারদের বিরুদ্ধেও শতরান পেয়েছিলেন এই দুই প্রোটিয়া ব্যাটার ৷
চলতি বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবার শতরানের মাইলস্টোন স্পর্শ করেন ডি'কক ৷ এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়দের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাঁ-হাতি প্রোটিয়া ওপেনার ৷ সামনে শুধুই রোহিত শর্মা ৷ এক বিশ্বকাপে সর্বাধিক 5টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ 116 বলে 10টি চার এবং 3টি ছক্কার সাহায্যে 114 রান করেন প্রোটিয়া ব্যাটার ৷ যদিও ম্যাচ চলাকালীন কয়েকবার সহজ ক্যাচ দিয়েও জীবনদান পেয়েছেন তিনি ৷ তবে সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ডি'কক ৷