বেঙ্গালুরু, 4 নভেম্বর:বেঙ্গালুরুতে ফের একবার প্রতিপক্ষের ব্যাটিং তাণ্ডবে ছিন্নভিন্ন হল পাক বোলিং আক্রমণ ৷ এর আগে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 367 রান দিয়েছিলেন শাহিন আফ্রিদি-হ্যারিস রাউফরা ৷ বিপক্ষ দল বদলাল বটে তবে পাকিস্তানি বোলারদের জন্য আবারও দুঃস্বপ্নের নতুন অধ্যায় লেখা হল চিন্নস্বামী স্টেডিয়ামে ৷ 20 অক্টোবর অস্ট্রেলিয়ার শতরান করেছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার ৷ আর শনিবার জ্বলে ওঠেন রাচিন রবীন্দ্র ৷ দলে ফিরেই যোগ্যতার প্রমাণ দেন অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ গত তিন ম্যাচে লাগাতার পরাজয়ের পর বেঙ্গালুরুতে ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্তত খুশির হাওয়া বইয়ে দেন কিউয়ি ব্যাটাররা ৷
পাকিস্তানের সামনে জয়ের জন্য রয়েছে 402 রানের কঠিন টার্গেট ৷ প্রথম থেকেই এদিন ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই কিউয়ি ওপেনার ৷ ডেভন কনওয়ে 35 রানে ড্রেসিংরুমে ফিরলেও রাচিনকে দেখা গেল নিজস্ব ছন্দে ৷ চলতি বিশ্বকাপের এই বিস্ময় তরুণ তাঁর তৃতীয় শতরানটিও করেন মারমুখী মেজাজে ৷ মাত্র 94 বলে 108 রানের ইনিংসটি সাজান 15টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি দিয়ে ৷