ধরমশালা, 24 অক্টোবর:অস্ট্রেলিয়ায় সঙ্গে মুখোমুখি হওয়ার আগে বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করল নিউজিল্যান্ড দল ৷ জয়ের জন্য তাঁর কাছ থেকে আশীর্বাদ নিলেন ট্রেন্ট বোল্টরা ৷ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ধরমশালায় অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বিশ্বকাপের পাঁচটি ম্যাচ । খেলার জন্য বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা পৌঁছেছেন এখানে । ধরমশালার পৌঁছে হিমাচলের সংস্কৃতি এবং সুন্দর দৃশ্যে মন মজেছে খেলোয়াড়দের ৷ এর আগে নেদারল্যান্ডসের দল তাদের ম্যাচ খেলতে ধরমশালায় এসেছিল । ধরমশালায় পৌঁছে নেদারল্যান্ডস দলের খেলোয়াড়রা হিমাচলি গদ্দি নটি পরিবেশন করেন এবং বিখ্যাত ট্রেকিং সাইট ত্রিউন্ডে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখেন । একইভাবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও হিমাচলের সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন ।
28 তারিখে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ:22 অক্টোবর ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড দল ৷ 274 রান তাড়া করে 4 উইকেটে কিউয়িদের পরাস্ত করেছে 'মেন ইন ব্লু' ৷ নিউজিল্যান্ড দলের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ৷ 28 অক্টোবর ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে নিউজিল্যান্ড । তার আগে একদিকে নিজেদের অনুশীলনে মনযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের খোলোয়াড়রা । পাশাপাশি ধরমশালার উপত্যকায় ঘোরাঘুরির সুযোগও হাতছাড়া করছেন না তাঁরা । মঙ্গলবার নিউজিল্যান্ড দল ম্যাকলিওডগঞ্জে গিয়ে বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করেন ।