হায়দরাবাদ, 11 অক্টোবর:নিজামের শহরে গতকাল, মঙ্গলবার রাজীব গান্ধি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 5 অক্টোবর থেকে শুরু হওয়া চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তবে বেশিরভাগটাই এসেছে ব্যাটিং থেকে ৷ গতকাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকেই ঝরেছে রানের ধারা ৷ সবমিলিয়ে হায়দরাবাদ সাক্ষী থেকেছে 'রানের বন্যা'র। ম্যাচে চার চারটি শতরান হয়েছে। বিশ্বকাপের 48 বছরের ইতিহাসে এক ম্যাচে চার ব্যাটারের শতরান এই প্রথমবার ঘটল। আর কী কী রেকর্ড রয়েছে তা দেখে নিন...
1. নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 428 রান করেছে। এটাই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৷
2. বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের। তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন এবং মাত্র 49 বলে তার সেঞ্চুরি করেন।
3. দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার এই ম্যাচেই দিল্লিতে দু’দল মিলিয়ে উঠেছিল 754 রান।
4. 48 বছরের ইতিহাসে সর্বাধিক রান ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ থেকে এসেছে ৷ এক গতকালের পাকিস্তান-শ্রীলঙ্কা ৷ অন্যটি দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ৷ আর দু'টি ম্যাচেই একটা জিনিস লক্ষণীয় যে, পরাজিত দলের নাম শ্রীলঙ্কা ৷