ধরমশালা, 21 অক্টোবর:একদিকে হার্দিকের চোট অন্যদিকে প্রতিপক্ষ চলতি বিশ্বকাপে অজেয় কিউয়িবাহিনী ৷ ভারতের সামনে এখন পরিস্থিতি যে বেশ জটিল তা বলাই বাহুল্য ৷ ভারতের আগামী ম্যাচ রয়েছে ধরমশালায় ৷ এরই মাঝে আবার খবর এল চোট পেয়েছেন সূর্যকুমার যাদব এবং মৌমাছির কামড়ে নাজেহাল ঈশান কিষাণও ৷ তাই কে হবে হার্দিকের বদলি তা নিয়ে এখন চিন্তায় কোচ রাহুল দ্রাবিড় ৷
জানা গিয়েছে ধরমশালায় অনুশীলনের সময় নাকি থ্রো ডাউন এক্সপার্ট রঘুর একটি ফুলটস বল এসে হাতে লাগে সূর্যর ৷ তারপর থেকে আর ব্যাট করতে পারেননি তিনি ৷ তাঁকে নাকি এক্স রে-র জন্যও নিয়ে যাওয়া হয়েছে ৷ তাই তিনি আগামিকাল দলে থাকবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ অন্যদিকে মৌমাছির কামড়ের জেরে সমস্যায় পড়েছেন ঈশান কিষাণও ৷ নেটে ব্যাটিং করার সময় মৌমাছির কামড় খান তিনি ৷ আর তাই দুই খেলোয়াড় রবিবার কতটা সুস্থ থাকবেন তা নিয়ে সন্দেহ রয়েছে ৷
শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন, "ঈশান কিষাণকে নেওয়া যেতে পারে ৷ ও বাঁ হাতি ব্যাটার আর বেশ ভালো খেলছে ৷ অন্যদিকে সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন ৷ দু'টো দারুণ ইনিংস খেলেছেন ৷ স্পিনের বিরুদ্ধেও দারুণ খেলেন ৷ যদি আপনি এমন কাউকে খোঁজেন যিনি লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তুলতে পারবে তাহলে সূর্য সেটা করতেই পারে ৷ কিন্তু যদি একটু ওপরে খেলানোর কথা ভাবেন তাহলে আবার ঈশানকে নেওয়া যেতে পারে ৷" তাই প্রথম একাদশ তৈরি করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে ৷ এমনটাই জানিয়েছিলেন রাহুল ৷