পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফাইনালেও শামির কাছে সেমির মতোই স্পেল চান বদরুদ্দিন - মোরাদাবাদের জিগার কলোনির বাসিন্দা বদরুদ্দিনের

Coach Badruddin on Mohammed Shami: মোরাদাবাদের জিগার কলোনির বাসিন্দা বদরুদ্দিনের হাত ধরে ক্রিকেট মাঠে যাত্রা শুরু করেছিলেন মহম্মদ শামি । এবার তাঁকে নিয়ে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ ।

Mohammed Shami
ফাইনালেও শামির কাছে সেমির মতোই স্পেল চান বদরুদ্দিন

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 6:39 PM IST

মোরাদাবাদ, 19 নভেম্বর:আমেদাবাদে আইসিসি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া । কে জিতবে এই ফাইনাল সেদিকেই তাকিয়ে গোটা দেশ । নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো কঠিন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল । সেমিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট তুলে নিয়ে ম্যাচেরত নায়ক হয়ে উঠেছেন মহম্মদ শামি । ফাইনালেও তাঁর দিকেই তাকিয়ে সকলে । ছোট থেকেই মহম্মদ শামির কোচ ছিলেন বদরুদ্দিন । তিনি আশা করছেন, শামি ম্যাচে আরও ভালো পারফর্ম করবে এবং দলকে বিশ্বকাপের ম্যাচে জিততে সাহায্য করবে ।

মোরাদাবাদের জিগার কলোনির বাসিন্দা বদরুদ্দিনের হাত ধরেই শামির বেড়ে ওঠা । বদরুদ্দিন টিএমইউতে নিজের অ্যাকাডেমি চালান । তাঁর অ্যাকাডেমির আরও 3 জন খেলোয়াড় এখন বেশ পরিচিত মুখ । মসিন খান আইপিএল খেলছেন । আরিয়ান জুগাল ও শিবম ভার্মা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন । আসুন দেখে নেওয়া যাক বদরুদ্দিন কী বলছেন ?

প্রশ্ন- আপনার ছাত্র মহম্মদ শামি ইতিহাস সৃষ্টি করেছেন বিশ্বকাপে । কেমন লাগছে?

উত্তর-ছাত্রদের মধ্যে কেউ এমন দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে বিশেষ করে বিশ্বকাপ টুর্নামেন্টে এবং সেমিফাইনালে জেতে তাহলে সেটা তো খুবই আনন্দের বিষয় । আমি খুব খুশি । এই আনন্দ প্রকাশ করার ভাষা আমার কাছে নেই ।

প্রশ্ন- শামির প্রাথমিক প্রশিক্ষণ আপনার কাছে হয়েছিল । সেই অভিজ্ঞতার কিছু যদি বলেন?

উত্তর- শামি শুরু থেকেই খুব শান্ত ছেলে । ও ভীষণ পরিশ্রমী । দেখুন, অনেক বাচ্চা আছে যারা একটু আলাদা । ও ঠিক সেরকম । শামি যতটা পরিশ্রম করেছে কেউ যদি এত পরিশ্রম করতে পারে, তবে সে অবশ্যই সফল হবে । .

প্রশ্ন-বিশ্বকাপের মাঝে কি আপনার শামির সঙ্গে কথা হয়েছে?

উত্তর-হ্যাঁ, আমি টুর্নামেন্ট চলাকালীন তার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি । শামি এও দাবি করেছে, এবছর আমরা খুব ভালো করছি । দলও বেশ ভাল করছে । তাই এবার আমদের বিশ্বকাপ জয়ের সম্ভবনা তুঙ্গে ।

প্রশ্ন- শামি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে, কখনও এমন কি মনে হয়েছে যে ওর মধ্যে কিছু খামতি আছে?

উত্তর-দেখুন ও ভীষণ ভালো করছে । টুর্নামেন্টে 5 উইকেট, 4 উইকেট তো প্রতি ম্যাচেই নিচ্ছে । 7 উইকেটও নিয়েছেন একটি ম্যাচে । কোনও ফাস্ট বোলার ওডিআই ম্যাচে ভারতের হয়ে একসঙ্গে এত উইকেট নেননি । আমার মনে হয়, আপাতত কোনও পরামর্শের দরকার নেই । টুর্নামেন্ট চলাকালীন ওকে বিরক্ত করার কোনও প্রয়োজন নেই ।

প্রশ্ন-ফাইনাল নিয়ে শামির কাছ থেকে কী প্রত্যাশা?

উত্তর-সাত উইকেটের বেশি আর কীই বা আশা করতে পারি । আমি সেমিফাইনালের মতো আরও একটি স্পেল দেখতে চাই । যাতে আমরা বিশ্বকাপ ঘরে তুলতে পারি ।

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে

ABOUT THE AUTHOR

...view details