পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'রূপকথার স্বপ্নভঙ্গ', ট্রফি জয় অধরাই থেকে গেল বিশ্বকাপের সেরা উইকেট শিকারির

Mohammed Shami In ICC World Cup: বিশ্বকাপের বন্দিত নায়ক হয়ে উঠেছিলেন তিনি ৷ কিন্তু রূপকথার শেষটা মনের মতো হল না ৷ বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারির তকম দখল করলেও ভারতকে বিশ্বকাপের ট্রফি এনে দিতে পারলেন না মহম্মদ শামি ৷

Mohammed Shami
বিশ্বকাপের সেরা উইকেট শিকারির

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:26 PM IST

Updated : Nov 20, 2023, 9:29 AM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: চলতি বিশ্বকাপে স্বপ্নের নায়ক হয়ে উঠেছেন তিনি ৷ বাতিল ঘোড়ার মতো রিজার্ভ বেঞ্চে বসেই টুর্নামেন্ট শুরু করেছিলেন মহম্মদ শামি ৷ উত্তরপ্রদেশের এই স্পিডস্টার ক্রিকেট জীবনের শুরুটা করেন বাংলার মাটি থেকেই ৷ ডালহৌসি ক্লাব থেকে পেস বোলিং শুরু করে ধীরে ধীরে তিনি উঠে আসেন ভারতের ক্রিকেট অলিন্দে ৷ 2015 সাল থেকে শুরু হয় তাঁর বিশ্বকাপের সফর ৷ আর সবরমতীর তীরে তৃতীয় বিশ্বকাপ শেষ করলেন এই পেসার ৷

রবিবার শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের জন্য় ৷ প্রথমে ব্যাট করে মাত্র 240 রানে গুটিয়ে যায় 'মেন ইন ব্লু' ৷ কেএল রাহুলের মন্থর গতির 66 রানের ইনিংস এবং বিরাট কোহলির 54 রান না থাকল হয়তো আরও বিপদে পড়তে হতো ভারতকে ৷ বোলিংয়ে তাই জরুরী ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া ৷ প্রথম ব্রেক থ্রু দেন সেই মহম্মদ শামি ৷ তাঁর দুরন্ত স্যুইংয়ের সামনে উত্তর খুঁজে পাননি ডেভিড ওয়ার্নার ৷ স্কোয়ার কাট মারতে গিয়ে তিনি ধরা পড়ে যান বিরাট কোহলির হাতে ৷

দলে জায়গা পেয়ে প্রথম ম্যাচ থেকেই জাত চিনিয়েছিলেন শামি ৷ লিগ থেকে সেমি পর্যন্ত মাত্র 6 ম্যাচ খেলেই তিনি শিকার করেন 23 উইকেট ৷ তিনবার তুলে নেন পাঁচটি বা তার বেশি উইকেট ৷ একবার চার উইকেটও পেয়েছেন ৷ বিশেষত সেমি ফাইনালে তো ব্যাটারদের ধ্বংসই করে দেন শামি ৷ তুলে নেন সাত কিউয়িকে ৷

ফাইনালে অবশ্য কার্যকর হয়ে উঠতে পারেননি তিনি ৷ তাঁর ভাগ্যে আসে মাত্র একটি উইকেট তবে বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি তিনিই ৷ তাঁর ঝুলিতে এখন 24 উইকেট ৷ যদিও ভারতীয় বোলিং আজ কঠিন পরিস্থিতিতে তেমন সঙ্গ দিতে পারেনি ৷ শামি নিজেও খরচ করেন অনেকটা রান ৷ স্বপ্নের রূপকথার শেষ এমন হবে হয়তো আশা করেননি তিনিও ৷ কিন্তু রূপকথার গল্পের নায়ক শেষে জিতে যান ৷ আর বাস্তবের নায়কদের কখনও কখনও স্বীকার করে নিতে হয় হারও ৷

আরও পড়ুন:

  1. অজিদের উইকেট পড়তেই লন্ডনে উচ্ছ্বাসে মাতলেন ভারতীয়রা, দেখুন ভিডিয়ো
  2. ফাইনালেও শামির কাছে সেমির মতোই স্পেল চান বদরুদ্দিন
Last Updated : Nov 20, 2023, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details