আমেদাবাদ, 19 নভেম্বর: চলতি বিশ্বকাপে স্বপ্নের নায়ক হয়ে উঠেছেন তিনি ৷ বাতিল ঘোড়ার মতো রিজার্ভ বেঞ্চে বসেই টুর্নামেন্ট শুরু করেছিলেন মহম্মদ শামি ৷ উত্তরপ্রদেশের এই স্পিডস্টার ক্রিকেট জীবনের শুরুটা করেন বাংলার মাটি থেকেই ৷ ডালহৌসি ক্লাব থেকে পেস বোলিং শুরু করে ধীরে ধীরে তিনি উঠে আসেন ভারতের ক্রিকেট অলিন্দে ৷ 2015 সাল থেকে শুরু হয় তাঁর বিশ্বকাপের সফর ৷ আর সবরমতীর তীরে তৃতীয় বিশ্বকাপ শেষ করলেন এই পেসার ৷
রবিবার শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের জন্য় ৷ প্রথমে ব্যাট করে মাত্র 240 রানে গুটিয়ে যায় 'মেন ইন ব্লু' ৷ কেএল রাহুলের মন্থর গতির 66 রানের ইনিংস এবং বিরাট কোহলির 54 রান না থাকল হয়তো আরও বিপদে পড়তে হতো ভারতকে ৷ বোলিংয়ে তাই জরুরী ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া ৷ প্রথম ব্রেক থ্রু দেন সেই মহম্মদ শামি ৷ তাঁর দুরন্ত স্যুইংয়ের সামনে উত্তর খুঁজে পাননি ডেভিড ওয়ার্নার ৷ স্কোয়ার কাট মারতে গিয়ে তিনি ধরা পড়ে যান বিরাট কোহলির হাতে ৷