পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammed Shami: সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট - New Zealand

ওয়াংখেড়েতে সেমি-ফাইনালে জয়ের নায়ক মহম্মদ শামি । ভারতকে খাদের কিনারা থেকে ফাইনালেই তুললেন না, একাধিক রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন বল হাতে তিনিই সম্রাট ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:29 PM IST

Updated : Nov 16, 2023, 9:20 AM IST

মুম্বই, 15 নভেম্বর: জীবন আপনাকে সুযোগ দেবে ফিরে আসার, সুযোগ দেবে কোণঠাসা অবস্থা থেকে ট্র্যাকে ফেরার । সেই সুযোগটাই আপনাকে নিতে হবে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরতে হবে রাজার মতো । ওয়াংখেড়েতে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের দৌলতে রানের পাহাড়ে চড়েও ভারতের ড্রেসিংরুমে যখন হারের ভ্রুকুটি, সে সময় ফের একবার জীবনের পাঠ পড়ালেন মহম্মদ শামি । ভারতকে খাদের কিনারা থেকে ফাইনালেই তুললেন না, একাধিক রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন বল হাতে তিনিই সম্রাট ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট নিয়ে দলকে ফাইনালে তুললেন । প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে সাত শিকারের নজির গড়লেন শামি । বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 50 উইকেটের মালিক হলেন বঙ্গপেসার । 17 ইনিংসে উইকেটের অর্ধ-শতরান করলেন শামি । টপকে গেলেন মিচেল স্টার্ককে (19 ইনিংস) । পাশাপাশি বিশ্বকাপে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নিরিখেও টপকে গেলেন মিচেল স্টার্ককে । এই নিয়ে 4 বার এক ইনিংসে 5 উইকেট নিলেন শামি । একই সঙ্গে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এলেন বাংলার পেসার ।

চলতি বিশ্বকাপের শুরুতে শার্দূল ঠাকুর ‘ব্যাটিং’ জানায় একাদশে জায়গা মিলছিল না ৷ বিশ্বকাপের মঞ্চে দলের অন্যতম পেস ব্যাটারিকেই উপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট ৷ মাঠে ফিরে সেই উপেক্ষারই জবাব দিচ্ছেন ‘মেন ইন ব্লু’র পেস স্টার ৷ ফিরে এসেই শামি বুঝিয়ে দিয়েছেন, তিনিই সেরা ।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷

আরও পড়ুন

Last Updated : Nov 16, 2023, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details