মুম্বই, 13 অক্টোবর:2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকসে দেখা যেতে পারে ক্রিকেটের মহারণ ৷ শুক্রবার লস অ্যাঞ্জেলস অলিম্পিকস আয়োজকদের এই প্রস্তাবকে স্বাগত জানাল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড ৷ শুধু ক্রিকেট নয় যুক্ত হতে চলেছে বেসবল-সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোশ(সিক্সেস) এবং স্কোয়াশ ৷ এমনটাই সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট থমাস বাখের নেতৃত্বাধীন এক্সিকিউটিভ বোর্ড ৷
রবিবার থেকে শুরু হবে ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সেশন ৷ মুম্বইয়ে আয়োজিত এই 141তম বৈঠকে ক্রিকেট-সহ অন্য খেলাগুলি যুক্ত হবে কি না, তা নিয়ে একটি ভোটদান প্রক্রিয়ার আয়োজন করা হবে ৷ যদি এই নির্বাচনে ক্রিকেট জয়ী হয় তবে 2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকে দেখা যাবে 22 গজের লড়াই ৷ ভারতের জন্যও ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি দারুণ সুখবর হতে চলেছে ৷ কারণ টিম ইন্ডিয়া ক্রিকেটের পাওয়ার হাউস হিসাবেই পরিচিত ৷
শুক্রবার বৈঠক নিয়ে জানাতে গিয়ে থমাস বলেন, "ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটিকে তিনটি আলাদা আলাদা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ প্রথমটি হল লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে আয়োজকদের পাঁচটি নতুন খেলাকে অন্তর্ভুক্ত করার অনুরোধ ৷ এই পাঁচটি খেলা হল ক্রিকেট, বেসবল-সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোশ(সিক্সেস) এবং স্কোয়াশ ৷ আমরা দেখেছি ক্রিকেটের জনপ্রিয়তা কতখানি ৷ বিশেষত টি-20 ফরম্যাট ৷ বিশ্বকাপও (50 ওভার) ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে ৷"
আরও পড়ুন:পাক ম্যাচে ফিরছেন শুভমন ? গিলকে নিয়ে জল্পনা মেটালেন রোহিত
প্রসঙ্গত, পুরুষ ও মহিলাদের টি-20 প্রতিযোগিতাই অন্তর্ভুক্ত করার ভাবছে অলিম্পিক কমিটি ৷ আপাতত লস অ্যাঞ্জেলস অলিম্পিকস আয়োজকরা 6টি দলের প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছে ৷ তবে কীভাবে এই টিম বাছাই হবে তা পরে ঠিক করা হবে ৷ এমনটাই জানিয়েছেন আইওসি-র স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককনেল ৷ থমাস বাখ এও বলেন, “আমরা এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছি ৷ আগামিদিনে সেশনে এই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি ৷” ক্রিকেট অবশ্য় অলিম্পিকে এর আগেও একবার খেলা হয়েছে ৷ 1900 সালে প্রথমবার ক্রিকেট খেলা হয় অলিম্পিকের ময়দানে (সংবাদসংস্থা পিটিআই)৷