পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kolkata Police on Mohammed Shami: 'শামি'য়ানায় মজে লালবাজার, মিমযুদ্ধে অংশ নিয়ে সোশালে মিষ্টিমুখ করাল কলকাতা পুলিশ - মুম্বই পুলিশ

মহম্মদ শামির পারফরম্যান্সে সোশালে তৈরি হল একের পর এক মিম ৷ পেসারের দুরন্ত পারফরম্য়ান্সে পুলিশের টুইট যুদ্ধে একে একে অংশ নিল দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও কলকাতা পুলিশ ৷ মিমযুদ্ধে অংশ নিয়ে সোশালে হল মিষ্টিমুখও ৷

মিম যুদ্ধে অংশ নিল কলকাতা পুলিশও
Kolkata Police on Mohammed Shami

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 8:44 PM IST

Updated : Nov 16, 2023, 10:54 PM IST

কলকাতা, 16 নভেম্বর: বুধবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারে শামির রূপকথার বোলিং দেখেছে ক্রিকেটবিশ্ব ৷ বঙ্গ পেসারের দুর্দান্ত স্পেলের পর এক্সে (টুইট) শুভেচ্ছা বার্তার পাশাপাশি রসগোল্লায় মিষ্টিমুখ করাল কলকাতা পুলিশ। লিগপর্বের শুরুর দিকে যিনি ছিলেন ব্রাত্য খাতায়, সেই শামিই গতকাল ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডে ব্যাটারদের দুঃস্বপ্ন হয়ে দেখা দিলেন। এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ তারকা বোলার শামিকে লিখেছে, "এবার খুশি? কিছুক্ষণের জন্য পুলিশের কথা ভুলে গিয়ে নাও এখন রসগোল্লা খাও"। শুধু কলকাতা পুলিশ নয় বরং দিল্লি এবং মুম্বই পুলিশ তারাও নিজেদের এক্স হ্যান্ডেলে মহম্মদ শামিকে নিয়ে লিখেছেন।

শুরুটা হয়েছিল দিল্লি পুলিশের একটি টুইট ঘিরে ৷ মুম্বই পুলিশকে উদ্দেশ্য করে তারা এদিন লেখে, "মুম্বই পুলিশ, আশা করি আজকের নির্যাতনের পর মহম্মদ শামিকে তোমরা আটক করবে না ৷" প্রত্যুত্তরে মুম্বই পুলিশ লেখে, "এত মানুষের হৃদয় হরণ করার জন্য কোন ধারায় মামলা হবে, সেটা তো জানালে না ৷ আর হ্যাঁ, তালিকায় আরও দুই অভিযুক্ত আছে ৷ বিশেষ দ্রষ্টব্য: প্রিয় নাগরিক, দু'টি সংস্থাই ভারতের সাংবিধানিক আইন সম্পর্কে অবগত ৷ তোমাদের হাস্যস্পদ যে উচ্চমানের, সে ব্যাপারে বিশ্বাস আছে ৷"

মিমের লড়াইয়ে পিছিয়ে ছিল না আমেদাবাদ পুলিশও। আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। মুম্বই পুলিশ আমেদাবাদ পুলিশের অফিশিয়াল পেজ ট্যাগ করে লেখে, "বিজয় রথে চড়তে তোমরা প্রস্তুত তো? এবার ফাইনালের অপেক্ষা। আমেদাবাদের পথে রওনা দিয়েছে সেটি।" এর উত্তরে আহমেদাবাদ পুলিশ লেখে, "আমরা প্রস্তুত।" উল্লেখ্য, ইতিমধ্য়েই ভারতীয় শিবির ফাইনাল খেলতে পৌঁছে গিয়েছে আমেদাবাদে ৷

আরও পড়ুন:

  1. জীবনের পরতে পরতে সংগ্রাম, শামি জবাব দিচ্ছেন মাঠেই; জেনে নিন ভারতীয় পেসারের অজানা কাহিনী
  2. সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট
  3. ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, কিউয়ি-হার্ডল টপকে তৃতীয়বার বিশ্বজয়ের কিনারে ভারত
Last Updated : Nov 16, 2023, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details