দুবাই, 20 নভেম্বর: বিশ্বকাপ ঘরে আসেনি ৷ শুরু থেকে দুরন্ত ক্রিকেট খেলেও ফাইনালে গিয়ে সেই খেলা বজায় রাখতে পারেনি 'মেন ইন ব্লু' ৷ আমেদাবাদের মাটিতে ভারতকে দুরমুশ করে 7 ওভার বাকি থাকতেই লড়াই জিতে নেয় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ৷ তবে ট্রফি জিতলেও বিশ্বকাপের সেরা একাদশে অধিনায়ক হিসাবে জায়গা পেলেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ বরং বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির বেছে নেওয়া সেরা একাদশের অধিনায়ক রোহিত শর্মাই ৷ ভারত থেকে সুযোগ পেলেন বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুলও ৷
সোমবার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে আইসিসি ৷ ডেভিড ওয়ার্নার তো বটেই, ম্যাচ জেতানো ট্রাভিস হেডকেও দলের বাইরেই রেখেছেন নির্বাচকরা ৷ রবিবার আমেদাবাদে 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' ট্রফি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিরাটকে ৷ টুর্নামেন্টে 11 ম্যাচে 765 রান করেছেন রানমেশিন ৷ ঝুলিতে তিনটি শতরান ও ছ'টি অর্ধশতরান ৷ তবে দুরন্ত ফর্মে থাকা এই খেলোয়াড়ও রবিবার ভারতের স্বপ্ন সফল করতে পারেননি ৷ অন্যদিকে অধিনায়ক রোহিতও পেয়েছেন 597 রান ৷ দুরন্ত ফর্মে থাকা এই খেলোয়াড়দেরই সেরা একাদশে সুযোগ দিল আইসিসি ৷
ওপেনিংয়ে রোহিতের পার্টনার হিসাবে বেছে নেওয়া হয়েছে কুইন্টন ডি'কককে ৷ বিশ্বকাপে চারটি শতরানের পাশাপাশি 594 রান করেন এই প্রোটিয়া কিপার-ব্যাটার ৷ তৃতীয় স্থানে রয়েছে বিরাট ৷ মিডল অর্ডারের জন্য় ড্যারিল মিচেল, কেএল রাহুল এবং গ্লেন ম্যাক্সওয়েলকে সুযোগ দেওয়া হয়েছে ৷ তিনজনই ব্যাটার হিসাবে দারুণ ফর্মে ছিলেন এই বিশ্বকাপে ৷ ফাইনালে রাহুল কিছুটা মন্থর গতির ইনিংস খেললেও এর আগে বহুবার ভারতকে বিপদ থেকেও উদ্ধার করেছেন তিনি ৷ কিউয়িরা হারলেও ড্যারিলের সেমিফাইনালের শতরানের কথা মনে থেকে যাবে বহুদিন ৷ আর বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংসটা যে এক পায়ে দাঁড়িয়ে খেলেছিলেন ম্যাক্সি তাও অনুরাগীদের ভুলে যাওয়া সম্ভব না কোনওভাবেই