নয়াদিল্লি, 21 নভেম্বর:প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা ছাড়াও কীর্তি আজাদের বড় পরিচয় তিনি ছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য় ৷ এবার এহেন কীর্তিই প্রশ্ন তুললেন বিশ্বকাপে হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের ড্রেসিংরুমে প্রবেশ করেন তা নিয়ে ৷ এত কাছে এসেও ট্রফি ছুঁতে পারেননি রোহিত শর্মারা ৷ অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল গোটা দল ৷ এই হারের পর খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিং রুমে পা রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই আচরণ নিয়ে প্রশ্ন তুললেন কীর্তি ৷
তাঁর দাবি প্রধানমন্ত্রীও আইসিসি-র নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে প্রবেশ করতে পারেন না ৷ ওটা যে কোনও টিমের গর্ভগৃহ ৷ তিনি আরও দাবি করেন, আইসিসি-র নিয়ম বলছে শুধুমাত্র সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং কোচেদেরই প্রবেশাধিকার রয়েছে এই ড্রেসিংরুমে ৷ তিনি এও প্রশ্ন করেন, কেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 1983 সালের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় কপিল দেবকে নিমন্ত্রণই করা হল না?