আমেদাবাদ, 19 নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ডেস্টিনেশন আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ অস্ট্রেলিয়াকে যুঝতে যখন তৈরি মেন ইন ব্লু, তখন তাঁদের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির এক লাখেরও বেশি মানুষ ৷ কারও পরনে ভারতের নীল জার্সি, কারও হাতে তেরঙা ৷ এমনই এক ক্রিকেট অনুরাগী সুদূর কর্ণাটক থেকে গিয়েছেন খেলা দেখতে ৷ তাঁর সারা শরীরে আঁকা তেরঙা ৷ জাতীয় পতাকাকে বুকে জড়িয়েই মাঠে অজিদের কোণঠাসা করতে চান তিনি ৷ আর ওই অবস্থাতেই 12 ঘণ্টার ট্রেনযাত্রার শেষে তিনি পৌঁছেছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷
কর্ণাটকের ক্রিকেটপ্রেমী: কর্ণাটকের চৌধুরী নামে এক যুবক ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনে বলেছেন, "আমি কর্ণাটক থেকে এসেছি এবং ট্রেনে আমেদাবাদে পৌঁছেছি ৷ লোকেরা টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য টিম ইন্ডিয়ার জার্সি পরেছে, কিন্তু আমি গায়ে এঁকে টিম ইন্ডিয়ার জার্সি পরেছি ৷ আমি এই অনন্য উপায়ে ভারতীয় দলকে সমর্থন করছি । আজকের ম্যাচে ভারতীয় দল জিতবে এবং আমি শুধু ভারতীয় দলকে সমর্থন করার জন্য আমার মুখে ও শরীরে জাতীয় পতাকা এঁকেছি ।"
কর্ণাটকেও উদযাপন: তিনি আরও বলেন, "ভারত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিতলে আমরা আমাদের রাজ্যেও প্রস্তুতি নিয়েছি এবং আমাদের ছবি আমাদের বন্ধুদের সোশাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়েছি, এবং কর্ণাটকে পোস্টার তৈরি করে জয় উদযাপন করব ।"