পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'ফলাফল নিয়ে মাথা ঘামাই না', 'ব্যাটিং বিউটি'তে চার উইকেটের পর দাবি বুমরার - আলাদা করে খুশি হতে রাজি নন বুমরা

ব্যাটিং সহায়ক পিচেও তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে ৷ কিন্তু তা নিয়ে আলাদা করে খুশি হতে রাজি নন বুমরা ৷ তিনি জানান, তাঁর কাছে ম্যাচের প্রস্তুতিটাই আসল ৷ ফলাফল নিয়ে মাথাব্যথা নেই তাঁর ৷

ICC World Cup 2023
আফগান বধের পর দাবি বুমরার

By PTI

Published : Oct 12, 2023, 10:23 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর:অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার যেভাবে জয়ের জন্য় প্রয়োজনীয় 273 রান মাত্র 35 ওভারে তুলে নিয়েছিল ভারত তাতেই স্পষ্ট এই পিচ ব্যাটিংয়ের জন্য কতখানি উপযুক্ত ছিল ৷ ক্রিকেটের ভাষায় একে বলে 'ব্যাটিং বিউটি' ৷ কিন্তু এমন পিচেও বুধবার নজর কেড়েছিলেন জসপ্রীত বুমরা ৷ নির্ধারিত 10 ওভারে মাত্র 39 রান খরচ করে 4 আফগান ব্যাটারের উইকেট শিকার করেন তিনি ৷ কার্যত তাঁর এই কৃপণ বোলিংয়ের জেরেই 272 রানে আফগানিস্তানকে বেঁধে রাখাটা সহজ হয়েছিল টিম ইন্ডিয়ার জন্য় ৷ কিন্তু এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত নন বুমরা ৷ বরং তিনি জানালেন ফলাফল নিয়ে মাথা ঘামাতে তিনি রাজি নন ৷ তিনি সঠিকভাবে কাজের ওপরেই জোর দেন ৷

সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, "ফলাফল নিয়ে আমি মাথা ঘামাই না ৷ শুধু আমি 4 উইকেট নিয়েছি বলেই যে আমি খুব খুশি হব বা ভেবে নেব আমি অসাধারণ কিছু করেছি তা মোটেই ঠিক নয় ৷ আমি আমার প্রস্তুতির ওপরেই জোর দিই ৷ আমি যে পদ্ধতিটাকে ঠিক মনে করি সেটাই মেনে চলি ৷ পিচটাকে বোঝার চেষ্টা করি ৷ আর একইসঙ্গে খুঁজে বের করার চেষ্টা করি এই পিচ (আমার মনে যে প্রশ্নের জন্ম দিয়েছে) তার জন্য় সবচেয়ে সঠিক জবাব কী হতে পারে ৷"

তিনি আরও বলেন, "বিষয়টাকে সহজ রাখাই ভালো ৷ আজ আমি ফল পেয়েছি তাই আমি ভাবব 'আমি তো ভীষণ ভালো' এটা আমার ক্ষেত্রে কাজ করে না ৷ আমি আমার শক্তিশালী দিকগুলোয় নজর দেওয়ার চেষ্টা করি ৷" তাঁর কথায়, "এই ফরম্যাটে আপনাকে বুঝতেই হবে কোনটা কাজ করবে আর কোনটা করবে না ৷ কোনওদিন সুইং থাকবে সেইমতো আপনাকে লেন্থ পরিবর্তন করতে হবে ৷ কিন্তু এই পিচটা ব্যাটিং সহায়ক সেটা আমরা বোলিংয়ের শুরুতেই বুঝেছিলাম ৷ একটু সিম ছিল ঠিকই কিন্তু ব্যাটে যে বল ভালো আসছে তাও আমরা বুঝতে পেরেছিলাম ৷ আর সেই কারণেই আমরা হার্ড লেংথে বল করেছি যাতে শট খেলতে অসুবিধা হয় ৷ এটাই ছিল আমাদের পরিকল্পনা ৷"

চোটের জেরে লম্বা সময় বাইরে থাকার পর আবার কামব্যাক করেছেন বুমরা ৷ টি-20 সিরিজে 4 ওভার বোলিং থেকে আবার 10 ওভার বোলিংয়ের জন্য় নিজেকে প্রস্তুত করাটা সহজ নয় ৷ এই 45 দিনের প্রস্তুতি পর্ব নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দিনের শেষের আপনারা(সংবাদমাধ্যম) যেভাবে সিদ্ধান্ত নেন 'এটা ওরকম-সেটা সেরকম', বাস্তবে সেভাবে বিষয়টা কাজ করে না ৷ আমি তো বললামই প্রস্তুতির ওপরেই আমি নজর দিই ৷ আমি একটু নিজেকে সরিয়ে রাখতেই ভালোবাসি ৷ কোথায় কী চলছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই ৷"

আরও পড়ুন:বিশ্বকাপে টানা অষ্টমবার পাক ‘বধ’ করতে তৈরি ‘মেন ইন ব্লু’

তিনি পরিষ্কার বলেন, "আমি ওই নির্দিষ্ট দিনটায় কি করব সেটাই আমার লক্ষ্য ৷ আর সঙ্গে খেলাটা বোঝা ৷ নিজের শক্তিশালী দিকগুলোকে বোঝা ৷ এটা আমার জন্য় অতীতেও কাজ করেছে ৷" পরের ম্যাচ তাঁর ঘরের মাঠে আমেদাবাদে ৷ বুমরা জানান এই সুযোগে বাড়ি ফিরে মায়ের সঙ্গে দেখা করতে চান তিনি ৷ সাক্ষাৎকারে এও জানালেন তিনি ৷ তাঁর কথায়, "অনেকগুলো দিন বাড়ির বাইরে আছি ৷ তাই বাড়ি ফিরে মা-কে দেখতে চাই ৷" ঘরের মাঠে খেলার অন্যান্য সুবিধার কথা দূরে সরিয়ে আগে এই কথাই বললেন তিনি ৷ পাশাপাশি তিনি আরও জানান, আমেদাবাদে খেলাটা তাঁর জন্য দারুণ আকর্ষণীয় হতে চলেছে কারণ এখানে টেস্ট ম্যাচ খেললেও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি ৷ তার ওপর প্রতিপক্ষ পাকিস্তান ৷ তবে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী বুমরা ৷

ABOUT THE AUTHOR

...view details