নয়াদিল্লি, 12 অক্টোবর:অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার যেভাবে জয়ের জন্য় প্রয়োজনীয় 273 রান মাত্র 35 ওভারে তুলে নিয়েছিল ভারত তাতেই স্পষ্ট এই পিচ ব্যাটিংয়ের জন্য কতখানি উপযুক্ত ছিল ৷ ক্রিকেটের ভাষায় একে বলে 'ব্যাটিং বিউটি' ৷ কিন্তু এমন পিচেও বুধবার নজর কেড়েছিলেন জসপ্রীত বুমরা ৷ নির্ধারিত 10 ওভারে মাত্র 39 রান খরচ করে 4 আফগান ব্যাটারের উইকেট শিকার করেন তিনি ৷ কার্যত তাঁর এই কৃপণ বোলিংয়ের জেরেই 272 রানে আফগানিস্তানকে বেঁধে রাখাটা সহজ হয়েছিল টিম ইন্ডিয়ার জন্য় ৷ কিন্তু এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত নন বুমরা ৷ বরং তিনি জানালেন ফলাফল নিয়ে মাথা ঘামাতে তিনি রাজি নন ৷ তিনি সঠিকভাবে কাজের ওপরেই জোর দেন ৷
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, "ফলাফল নিয়ে আমি মাথা ঘামাই না ৷ শুধু আমি 4 উইকেট নিয়েছি বলেই যে আমি খুব খুশি হব বা ভেবে নেব আমি অসাধারণ কিছু করেছি তা মোটেই ঠিক নয় ৷ আমি আমার প্রস্তুতির ওপরেই জোর দিই ৷ আমি যে পদ্ধতিটাকে ঠিক মনে করি সেটাই মেনে চলি ৷ পিচটাকে বোঝার চেষ্টা করি ৷ আর একইসঙ্গে খুঁজে বের করার চেষ্টা করি এই পিচ (আমার মনে যে প্রশ্নের জন্ম দিয়েছে) তার জন্য় সবচেয়ে সঠিক জবাব কী হতে পারে ৷"
তিনি আরও বলেন, "বিষয়টাকে সহজ রাখাই ভালো ৷ আজ আমি ফল পেয়েছি তাই আমি ভাবব 'আমি তো ভীষণ ভালো' এটা আমার ক্ষেত্রে কাজ করে না ৷ আমি আমার শক্তিশালী দিকগুলোয় নজর দেওয়ার চেষ্টা করি ৷" তাঁর কথায়, "এই ফরম্যাটে আপনাকে বুঝতেই হবে কোনটা কাজ করবে আর কোনটা করবে না ৷ কোনওদিন সুইং থাকবে সেইমতো আপনাকে লেন্থ পরিবর্তন করতে হবে ৷ কিন্তু এই পিচটা ব্যাটিং সহায়ক সেটা আমরা বোলিংয়ের শুরুতেই বুঝেছিলাম ৷ একটু সিম ছিল ঠিকই কিন্তু ব্যাটে যে বল ভালো আসছে তাও আমরা বুঝতে পেরেছিলাম ৷ আর সেই কারণেই আমরা হার্ড লেংথে বল করেছি যাতে শট খেলতে অসুবিধা হয় ৷ এটাই ছিল আমাদের পরিকল্পনা ৷"