মুম্বই, 2 নভেম্বর:মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত মাঠে নেমেছে সপ্তম জয়ের লক্ষ্যে ৷ হারানো শীর্ষস্থান ফিরে পেতে ব্যাট হাতে বৃহস্পতিবার মরিয়া লড়াই দেন বিরাট কোহলি-শুভমন গিলরা ৷ ঘরের মাঠে রান পাননি 'মুম্বই চা রাজা' রোহিত শর্মা ৷ তবে জ্বলে ওঠেন বিরাট কোহলি এবং শুভমন গিল ৷ আর ইনিংসের শেষ লগ্নে কুশল মেন্ডিসদের জন্য লড়াইটা আরও কঠিন করে দেন শ্রেয়স আইয়ার ৷ শতরানের খুব কাছে এসেও 'ত্রিপল ফিগার'-এর ম্যাজিক নম্বর ছুঁতে পারেননি কেউই ৷ তবে রবীন্দ্র জাদেজার দৌলতে 350 রানের গন্ডি পার করতে কোনও সমস্যা হল না ভারতীয় দলের ৷ 8 উইকেট হারিয়ে এদিন 357 রান তোলে ভারতীয় দল ৷
4 রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে 189 রানের বিশাল পার্টনারশিপ গড়েন কোহলি-গিল ৷ 92 রান করে প্রথম বিরাটের সঙ্গ ছাড়েন শুভমন ৷ 84 বলে 11টি চার আর 2টি ছয় দিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় অর্ধশতরানটি করেন তিনি ৷ শতকের স্বপ্ন পূরণ হয়নি বিরাটেরও ৷ দু'বার জীবনদান পাওয়ার পরেও সচিন তেন্ডুলকরের ওডিআই ক্রিকেটে সর্বাধিক 49টি শতরানের রেকর্ড ছুঁতে পারেননি তিনি ৷