মুম্বই, 15 নভেম্বর: বিরাট কোহলির পর ওয়াংখেড়েতে শতরান এল শ্রেয়স আইয়ারের ব্যাটেও ৷ দুই ব্যাটারের ব্যাটিং-বিক্রমে বিশ্বকাপের শেষ চারে কিউয়িদের বিরুদ্ধে ঝলমলে ভারতীয় ব্যাটিং ৷ 50 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 397 রান তুলল টিম ইন্ডিয়া, যা বিশ্বকাপের নকআউট পর্যায়ে সর্বাধিক রানের নজির ৷ সচিন তেন্ডুলকরের নজির ভেঙে বিরাট কোহলির সেঞ্চুরির হাফ-সেঞ্চুরির অনতিপরেই তিন অংকের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ 4টি চার 8টি ছয়ে 70 বলে 105 রান আসে শ্রেয়সের ব্যাটে ৷
লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরানের পর টানা দ্বিতীয় ম্যাচে শতরান এল শ্রেয়সের ব্যাটে ৷ যদিও মুম্বইকর তাঁর তিন অঙ্কের রান পৌঁছনোর জন্য ধন্যবাদ জানাতেই পারেন শুভমন গিলকে ৷ শতরানের দিকে এগিয়ে চলা পঞ্জাব ব্যাটার 79 রানে আহত হয়ে মাঠ না-ছাড়লে হয়তো মেগা সেমিতে নিজেকে প্রমাণের সুযোগই পেতেন না তিনি ৷ তবে এত সবের মাঝেও প্রচারের কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি করে একজনই ৷ আর তিনি হলেন বিরাট কোহলি ৷ সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ওডিআই ক্রিকেটে শতরানের অর্ধশতরান করে নিন্দুকদের গালে সপাটে চড় দিলেন 'রানমেশিন' ৷