মুম্বই, 15 নভেম্বর: 9 জুলাই, 2019 ৷ স্থান ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ৷ মার্টিন গাপতিলের থ্রো উইকেট ভেঙে দিতেই স্বপ্নভঙ্গ হয়েছিল আসমুদ্র হিমাচলের ৷ দুঃখ বাড়িয়েছিল ফিনিশার মহেন্দ্র সিং ধোনির হতাশার বহিঃপ্রকাশ ৷ না, এরপর আর রাঁচি নিবাসী বিশ্বজয়ী অধিনায়ক আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ৷ বানপ্রস্থে গিয়েছিলেন খানিক নিঃশব্দে ৷ তবে চার বছরেরও বেশি সময় ধরে সেই হতাশা সঙ্গোপনে বয়ে বেড়ানো মাহি বুধবারের পর কি একটু হালকা হবেন? নিশ্চয়ই হবেন ৷ কারণ, বুধবার তাঁরই বিশ্বজয়ের মাঠে চার বছর আগে ম্যাঞ্চেস্টারের সেই হারের বদলা সুদে-আসলে নিলেন ধোনির সতীর্থরা ৷ ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে 2011 সালের পর ফের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ৷
এদিন ব্যাট হাতে ফাইনালের জয়ের নায়ক যদি বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার হন, তাহলে বল হাতে ভারতের জয়ের নায়ক মহম্মদ শামি ৷ সাত উইকেট নিয়ে ডারিল মিচেলের 134 রানের লড়াই থামিয়ে নিন্দুকদের জবাব দিলেন বঙ্গ পেসার ৷ 69 রান এল কেন উইলিয়ামসনের ব্যাটে ৷ কিন্তু গত পাঁচবারের সেমিফাইনালিস্টদের থামতে হল লক্ষ্য়মাত্রার অনেক আগে ৷