বেঙ্গালুরু, 12 নভেম্বর: 'ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান' ৷ চলতি বিশ্বকাপে সেরা হয়ে গ্রুপ পর্ব শেষ করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ নেদারল্যান্ডসকে 160 রানে হারিয়ে ন'টি ম্যাচের সবক'টিতেই জিতল ভারত। এতে যেন দীপাবলির রোশনাই কয়েক গুণ বাড়িয়ে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী বুধবার ওয়াংখেড়ে কিউইদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবেন 'মেন ইন ব্লু' ৷ পাখির চোখ এখন কিউই বধ করে ফাইনালের টিকিট ৷
আজ, রবিবার বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন 'হিটম্যান' রোহিত ৷ ওপেন করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকান। 32 বলে 51 রান করেন শুভমন। রোহিত শর্মা আবার 54 বলে 61 রান করে নজির গড়েন দুটি বিশ্বরেকর্ডের। তিনে নেমে কোহলি রোহিতের সঙ্গে শুরুটা ধীরে-ধীরেই করেছিলেন। কিন্তু রোহিত আউট হয়ে সাজঘরে ফিরলে, দলের হাল ধরেন কোহলি। সেই সঙ্গে তিনিও করে ফেলেন হাফসেঞ্চুরি। 56 বলে 51 রান করেন কোহলি।
এরপর কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার মিলে ভারতের ইনিংসকে এক অন্যমাত্রা নিয়ে যান। 94 বলে 128 রান করেন অপরাজিত থাকেন শ্রেয়স ৷ তিনি বিশ্বকাপে এই প্রথম শতরান হাঁকান ৷ পাশাপাশি 64 বলে 102 করেন রাহুল। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় উইকেটরক্ষক-ব্য়াটার হিসেবে শতরান এল কেএল রাহুলের ব্যাটে ৷ তবে টপ থেকে মিডল অর্ডারের ব্যাটারদের এমন নজির ওডিআই ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। এদিক থেকে নতুন ইতিহাস লিখল ভারতের পাঁচ ব্যাটার মিলে। অর্থাৎ এই প্রথম কোনও ম্যাচে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দু'জন শতরান ও তিন জন অর্ধশতরান করলেন। যাই হোক শেষ পর্যন্ত 50 ওভারে 4 উইকেটে 410 রান করে ভারত।