হায়দরাবাদ: সারা ভারতের নজর এখন রয়েছে অধিনায়ক রোহিত শর্মার দিকে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে আবার রানে ফিরেছেন হিটম্যান ৷ স্বকীয় ছন্দে আফগান বাহিনির বিরুদ্ধে তিনি তৈরি করেছেন একাধিক রেকর্ড ৷ 131 রানের ইনিংসের হাত ধরে যেমন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি 7টি শতরান করার রেকর্ড করলেন তিনি ৷ তেমন রয়েছে বিশ্বকাপে 1000 রান আর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ডও ৷ এবার তাঁর শট নির্বাচনও দিনে দিনে কীভাবে উন্নত হয়েছে তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুত ৷ একই সঙ্গে তাঁর ক্রিকেট জীবন নিয়ে মুখ খুললেন রোহিতের কোচ দীনেশ লাড়ও ৷
2007 সালের টি-20 বিশ্বকাপের সময় থেকেই রোহিতকে কাছ থেকে দেখছেন লালচাঁদ ৷ তিনি এদিন ইটিভি ভারতকে বলেন, "টি-20 ফরম্যাট আসার পর বহু খেলোয়াড়ের শট নির্বাচনে অনেক উন্নতি হয়েছে ৷ রোহিত শর্মার দক্ষতা চিরকাল ছিল ৷ ওর কাছে সবসময় অনেকটা বেশি সময় থাকে (শট খেলার জন্য)৷ তবে ও নিজের শট নির্বাচনের ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে ৷"
জিম্বাবোয়ে থেকে দেওয়া এই সাক্ষাতকারে তিনি বলেন, "রোহিতের শট নির্বাচনে অনেক বেশি ধারাবাহিকতা এসেছে ৷ এই কারণেই একদিনের ম্যাচে তিনটি দ্বিশতরান করেছেন তিনি ৷ টেস্টেও বড় স্কোর করেছেন ৷ এমনকী টি-20 ক্রিকেটেও তিনি শতরান পেয়েছেন ৷ একজন ব্যাটার হিসাবে ক্রমাগত উন্নতি করে যাওয়াটাই লক্ষ্য হওয়া উচিত ৷ একজন ভার্সেটাইল ক্রিকেটার হতে গেলে শট নির্বাচনে উন্নতি করা, দুর্বলতাগুলিকে ঠিক করা একান্ত দরকার ৷ তুমি শুধু একদিকে খেলতে পার না ৷ তোমাকে পুল শট, হাওয়ায় বড় শট সবই খেলতে হবে ৷"
আরও পড়ুন:ভারত পাক মহারণ, বৈরিতার ব্যারিটোন ভেঙে সব পথ গিয়ে মিশছে মোতেরায়
রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড়ও একই কথা বলেছেন ৷ তিনি জানান, 2011 সালে বিশ্বকা থেকে বাদ পড়াটা রোহিতের ক্রিকেটজীবনকে বদলে দিয়েছে ৷ তিনি বলেন, "2009 থেকে 2011 সাল পর্যন্ত রোহিত শর্মা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল ৷ ওই সময় ও তেমন সময় দিত না ক্রিকেটে ৷ কিন্তু 2011 সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়াটা ওর জন্য় বড় আঘাত ছিল ৷ আর তারপর আমি ওকে বোঝাই ৷ ও ক্রিকেটে অনেক বেশি সময় দিতে শুরু করে ৷ ফলাফল আজ সকলের চোখের সামনে ৷"