পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে সবচেয়ে রান খরচ করা বোলার তালিকায় শীর্ষে নাম তুললেন রাউফ - হ্যারিস রাউফ

চলতি বিশ্বকাপে হ্যারিস রাউফ গড়লেন লজ্জার রেকর্ড ৷ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারদের তালিকায় উঠে এলেন শীর্ষস্থানে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 11:10 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর:ইডেন গার্ডেন্সে এদিন ম্যাচ হেরে বিশ্বকাপ সফর শেষ করল পাকিস্তান ৷ 93 রানে ইংল্যান্ডের কাছে হেরে সফর শেষ করল বাবর আজমের দল ৷ সেমির আশা জিইয়ে রাখতে তাদের ম্যাচ জিতে নিতে হত 6.4 ওভারে ৷ কিন্তু 337 রান তাড়া করে এই সময়ের মধ্যে জয় তুলে নেওয়া ছিল অসম্ভব ৷ এবার এই বিশ্বকাপে আরও একটি লজ্জার রেকর্ড ছুঁল পাকিস্তান ৷ পেসারদের জন্য পরিচিত পাকিস্তানের হ্যারিস রাউফ নাম লেখালেন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের তালিকায় ৷

চলতি বিশ্বকাপে হ্যারিস যেমন উইকেট পেয়েছেন তেমনই প্রচুর রানও খরচ করেছেন ৷ শনিবারের ম্যাচেও 64 রান দিয়ে তিনি তুলেছেন তিনটি উইকেট ৷ আর এর ফলেইবিশ্বাকাপে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি ৷ চলতি বিশ্বকাপে তিনি দিয়েছেন 533 রান ৷ এর আগে এই তালিকায় সবার উপরে ছিলেন আদিল রশিদ ৷ তিনি খরচ করেছিলেন 526 রান ৷ 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য যেমন উইকেটও পেয়েছিলেন তেমনই দিয়েছিলেন রানও ৷

অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মধুশঙ্কা ৷ তিনি এই বিশ্বকাপে খরচ করেছেন 525 রান ৷ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় খাওয়ার রেকর্ডও রয়েছে তারই নামে ৷ এবারের বিশ্বকাপেই 16টি ছয় এসেছে তাঁর বলে ৷ এর আগে বিশ্বকাপে আরও কেউই এত ছয় দেননি ৷ পাকিস্তানের জন্য লজ্জার এই রেকর্ড এল বিতর্কের বিশ্বকাপেই ৷

আরও পড়ুন:

  1. প্রতিপক্ষ নেদারল্যান্ডস, একাদশ নিয়ে কোনও পরীক্ষায় হাঁটতে নারাজ দ্রাবিড়
  2. ইডেনে বাটলার-বাবর দ্বৈরথে হাজির 'দ্য রোলিং স্টোনস' খ্যাত মিক জ্যাগার, সঙ্গী ঊষা

ABOUT THE AUTHOR

...view details