হায়দরাবাদ, 11 নভেম্বর:ইডেন গার্ডেন্সে এদিন ম্যাচ হেরে বিশ্বকাপ সফর শেষ করল পাকিস্তান ৷ 93 রানে ইংল্যান্ডের কাছে হেরে সফর শেষ করল বাবর আজমের দল ৷ সেমির আশা জিইয়ে রাখতে তাদের ম্যাচ জিতে নিতে হত 6.4 ওভারে ৷ কিন্তু 337 রান তাড়া করে এই সময়ের মধ্যে জয় তুলে নেওয়া ছিল অসম্ভব ৷ এবার এই বিশ্বকাপে আরও একটি লজ্জার রেকর্ড ছুঁল পাকিস্তান ৷ পেসারদের জন্য পরিচিত পাকিস্তানের হ্যারিস রাউফ নাম লেখালেন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের তালিকায় ৷
চলতি বিশ্বকাপে হ্যারিস যেমন উইকেট পেয়েছেন তেমনই প্রচুর রানও খরচ করেছেন ৷ শনিবারের ম্যাচেও 64 রান দিয়ে তিনি তুলেছেন তিনটি উইকেট ৷ আর এর ফলেইবিশ্বাকাপে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি ৷ চলতি বিশ্বকাপে তিনি দিয়েছেন 533 রান ৷ এর আগে এই তালিকায় সবার উপরে ছিলেন আদিল রশিদ ৷ তিনি খরচ করেছিলেন 526 রান ৷ 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য যেমন উইকেটও পেয়েছিলেন তেমনই দিয়েছিলেন রানও ৷