আমেদাবাদ,14 অক্টোবর:একজন বোলারের কাছে বলই যে তাঁর সবচেয়ে বড় অস্ত্র এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তা সে সমালোচকদের মুখ বন্ধ করতেই হোক দাপুটে ব্যাটারকে ঘরে ফেরাতে ৷ মন্ত্রপূত বাণ ছুঁড়ে শত্রু বধের কথা শোনা যেত পুরাণে ৷ রামচন্দ্র রাবণ বধে ব্যবহার করেছিলেন ব্রহ্মাস্ত্র ৷ তেমনই এবার হার্দিককেও দেখা গেল বল নিয়ে প্রার্থনা করে বোলিং শুরু করতে ৷ বল হাতে হার্দিকের রান-আপের একটি ছবি ভাইরাল হয়েছে সোশালে ৷ সেখানে দেখা যায় বল হাতে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ নেটপাড়ার অনুরাগীদের দাবি এই দৃশ্য় নাকি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ৷ আর এই প্রার্থনার পর সেই মন্ত্রপূত বল ছুঁড়েই নাকি তিনি তুলে নিয়েছেন ইমাম-উল হকের উইকেট ৷
প্রসঙ্গত, এদিন 36 রানে ইমামকে ড্রেসিংরুমে ফেরান তিনি ৷ হার্দিকের বল ব্য়াটের কানায় লেগে চলে যায় উইকেট কিপার কে এল রাহুলের হাতে ৷ রাহুলও ক্যাচটি দস্তানাবন্দি করতে কোনও ভুল করেননি ৷ এই ঘটনার আগেই নাকি ওই কাণ্ড করেন হার্দিক ৷ তেমনই দাবি করে এক নেটিজেন লেখেন, "হার্দিক পাণ্ডিয়ার বলে মন্ত্র ৷ আর পরের বলেই ইমাম উল হক আউট ৷"