পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli Birthday: কিং এখন কলকাতায়, আরও ঝলসে উঠুক 'বিরাট ব্যাট'; শুভ জন্মদিন কোহলি - বিরাট কোহলি

তিনি নয়া 'ক্রিকেট ঈশ্বর'। আজ তাঁর জন্মদিন ৷ বয়স হল 35 ৷ গত দেড় দশকে ভারতীয় ক্রিকেটের পাশাপাশি বিশ্বক্রিকেটকে শাসন করছেন বিরাট কোহলি। রাজা এখন রয়েছেন কলকাতায় ৷ আজ, রবিবার ইডেনে 'বিরাট বার্থ-ডে' ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাট আজ আরও একবার ঝলসে উঠুক এমনই চাইছেন ক্রিকেটপ্রেমীরা ৷

সৌঃ পঞ্জাব কিংস
Virat Kohli Birthday

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:27 AM IST

Updated : Nov 5, 2023, 10:48 AM IST

কলকাতা, 5 নভেম্বর:আজ চেজ মাস্টারের জন্মদিন ৷ আজ 35 বছরে পা দিলেন বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি ৷ আর এই দিনই তিনি ইডেনে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিরাটের এই জন্মদিনে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ফের নয়া রেকর্ডের দিকে ৷ এমনিতেই এদিন বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ ৷ চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে থাকা নম্বর ওয়ান ও টু-এর আজ হাড্ডাহাড্ডি লড়াই ৷ তার উপর 'কিং কোহলির' জন্মদিন ৷ ফলে আজকের দিনটাকে সুপার সানডে বললেও কম বলা হবে। আজ, রবিবার ইডেনে 'বিরাট বার্থ-ডে' আয়োজন করেছে সিএবি ৷

দেড় দশকের বেশি সময় ধরে 22 গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন বিরাট। কোটি কোটি কোহলি ভক্তের কাছে 5 নভেম্বর 'বিরাট দিন'। স্পেশাল দিনে ভারতীয় দল তথা তামাম বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে কোহলির কোটি কোটি ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ভারত সমস্ত প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে ৷ আজ প্রোটিয়াদের বিরুদ্ধে এই জয়ের ধারাকে অব্যাহত রাখতে চান রোহিতরা। বিশ্বকাপে ব্যস্ত বিরাট কোহলি। ভারতীয় দলের সতীর্থদের সঙ্গেই বিশেষ দিনটি এবার পালন করবেন। ইডেনেও কোহলির জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে। তবে, বিরাটের এই জন্মদিনে গোটা বিশ্ব কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ৷ কলকাতার মাঠে বিরাটকে সচিনের শতরানের রেকর্ড স্পর্শ করতে দেখার অপেক্ষায় রয়েছেন সবাই ৷

এদিকে, ঠিক রাত বারোটায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নিজের জন্মদিনে দেশের হয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে কলকাতায় কিংবদন্তি বিরাট কোহলি। তাতে আমি ভীষণ খুশি। বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা। ওর এবং ওর পরিবারের জন্য ভালবাসা রইল। সাফল্য কামনা করব।" কিং কোহলি অদ্ভুতভাবে শান্ত হলেও, কোহলির জন্মদিনকে কেন্দ্র করে উন্মাদনা চরমে।

আরও পড়ুন:কাম্বলির চোখের জলের স্মৃতি ভুলে ইডেনে বিশ্বকাপের প্রথম জয়ের খোঁজে ভারত

Last Updated : Nov 5, 2023, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details