কলকাতা, 5 নভেম্বর:আজ চেজ মাস্টারের জন্মদিন ৷ আজ 35 বছরে পা দিলেন বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি ৷ আর এই দিনই তিনি ইডেনে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিরাটের এই জন্মদিনে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ফের নয়া রেকর্ডের দিকে ৷ এমনিতেই এদিন বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ ৷ চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে থাকা নম্বর ওয়ান ও টু-এর আজ হাড্ডাহাড্ডি লড়াই ৷ তার উপর 'কিং কোহলির' জন্মদিন ৷ ফলে আজকের দিনটাকে সুপার সানডে বললেও কম বলা হবে। আজ, রবিবার ইডেনে 'বিরাট বার্থ-ডে' আয়োজন করেছে সিএবি ৷
দেড় দশকের বেশি সময় ধরে 22 গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়ণের মণি হয়ে উঠেছেন বিরাট। কোটি কোটি কোহলি ভক্তের কাছে 5 নভেম্বর 'বিরাট দিন'। স্পেশাল দিনে ভারতীয় দল তথা তামাম বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে কোহলির কোটি কোটি ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে।