পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ‘ম্যাড ম্যাক্সে’র তাণ্ডব! মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেনের - ICC World Cup 2023

দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেন ম্য়াক্সওয়েলের দখলে ৷ মাত্র 40 বলে শতরান করে এই মুকুট ছিনিয়ে নিলেন অজি তারকা ৷

Glenn Maxwell Scores The Fastest Century in World Cup
মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেনের দখলে

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 6:08 PM IST

Updated : Oct 25, 2023, 7:10 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: চলতি মাসের শুরুতে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটা এই মাঠেই করেছিলেন এইডেন মার্করাম ৷ এক যুগ পুরোনো রেকর্ড ভেঙে দখল করেছিলেন শীর্ষস্থান ৷ সেই রেকর্ড টিকল একটি মাসও ৷ তার আগে বুধবার নয়াদিল্লিতেই সেই রেকর্ড ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ মাত্র 40 বলে শতরান করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ‘ম্যাড ম্যাক্স’ ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দুরন্ত গতিতে ব্যাট চালান অজি ব্যাটার ৷ ওপেনিংয়ে টানা দ্বিতীয় শতরান তুলে নেন ডেভিড ওয়ার্নার ৷ আগের দিন বেঙ্গালুরুতে পাক বোলারদের শাসন করেছিলেন ডেভিড ৷ আর এদিন তাঁর ব্যাটের তাণ্ডব দেখল নেদারল্যান্ডস ৷ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাজিক্যাল জয় তুলে নেওয়া ডাচবাহিনীকে শুরু থেকেই ছিন্নভিন্ন করে দেন ওয়ার্নার-স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন ৷ তবে কথায় বলে 'শেষ ভালো যার সব ভালো তার' ৷

ডাচবাহিনীর বিরুদ্ধে বড় রানের টার্গেট তৈরি করতে দরকার ছিল ভালো ফিনিশিং-এর ৷ ঠিক সেটাই করে দেখালেন ম্যাক্সি ৷ নয়াদিল্লিতে তাঁর ব্যাট থেকে ছয়-চারের বর্ষণের সাক্ষী থাকল হাজার হাজার ক্রিকেটপ্রেমী ৷ 44 বলে তৈরি বিধ্বংসী 106 রানের ইনিংস খেলতে গিয়ে গ্লেন মারেন 9টি চার এবং 8টি ছয় ৷ অর্থাৎ পুরো ইনিংসে সিঙ্গল-ডাবলসে গ্লেন করেন মাত্র 22 রান ৷ ওয়ার্নার এবং ম্যাক্সির জোড়া শতরানের জেরে ডাচদের সামনে এদিন 400 রানের টার্গেট রাখে অস্ট্রেলিয়া ৷

মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেনের দখলে

আরও পড়ুন:লাগাতার দ্বিতীয় শতরান উপহার ওয়ার্নারের, ডাচদের বিরুদ্ধে বড় রানের স্বপ্ন বুনছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে দ্রুততম শতরানের তালিকায় কে কোথায় ?

  • এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে 49 বলে শতরান করে কেভিন ও'ব্রায়ানের রেকর্ড ভেঙেছিলেন মার্করাম ৷
  • আয়ারল্যান্ডের কেভিন এখন রয়েছেন তৃতীয় স্থানে ৷ 2011 সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে 50 বলে শতরান করেছিলেন তিনি ৷ 63 বলে 113 রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন এই আইরিশ ব্যাটার ৷
  • চতুর্থ স্থানের আবার রয়েছে ম্যাক্সির নাম ৷ 2015 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে 51 বলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ৷ নিজের রেকর্ডও এদিন ভেঙে দেন এই অজি তারকা ৷

আরও পড়ুন:হার্দিকের দলে ফেরা নিয়ে সংশয়, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল রোহিতের

পাশাপাশি ওয়ান-ডে ক্রিকেটের কথা বললে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্সের নামে ৷ 31 বলে শতরান করে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি ৷ দ্বিতীয় স্থানে থাকা কোরি অ্যান্ডারসন এই মাইলফলক ছুঁয়েছিলেন 36 বলে ৷ তৃতীয় স্থানে থাকা শাহিদ আফ্রিদি শতরান করেন 37 বলে ৷ এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ম্যাক্সি ৷

Last Updated : Oct 25, 2023, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details