হায়দরাবাদ, 19 নভেম্বর:সময়ের ব্যবধানটা 20 বছরের। আবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হারের বদলা নেওয়ার সুযোগ আমেদাবাদে। পাশাপাশি, 12 বছর পর আবারও ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতের সামনে। ম্যাচ শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পুজো থেকে শুরু হোমযজ্ঞ- সবই করছেন ক্রিকেট অনুরাগীরা ৷
- মুম্বইয়ের পুণের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতের জেতার প্রার্থনা করে বিশেষ আরতির আয়োজন করা হয় ৷ একযুগ পর পাঁচবারের বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নের সঙ্গে মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷ তাই ভারতের জেতার জন্য ক্রিকেট তারকাদের কাটআউট নিয়ে চলল বিশেষ আরতি ৷
- আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ হাতে ভারতের পতাকা নিয়ে, চোখে-মুখে তেরঙা লাগিয়ে ভারতকে চিয়ারআপ করতে তৈরি সকলেই ৷
-
ভারতের জয় প্রার্থনা করে উত্তরপ্রদেশের ছবিটাও একই রকম ৷ বারাণসীর সিন্দিয়া ঘাটে ভারতীট টিমের সদস্যদের ছবি নিয়ে চলল আরতি ৷ 'ওম জয় জগদীশ...' গানের তালে চলল গঙ্গা পুজো ৷ চাহিদা একটাই ভারতই যেন জেতে ৷
-
তামিলনাড়ুর মাদুরাই গণেশ মন্দিরে সকাল থেকেই ভিড় ৷ মন্দিরে পুজো দিয়ে একাধিক নারকেল ফাটিয়ে 'অল দ্য বেস্ট' ধ্বনিতে চলল পুজো ৷
-
মহারাষ্ট্রের নাগপুরে টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে ছেলে-মেয়েদের দল বেড়িয়ে পড়েছে রাস্তায় ৷ মহারাষ্ট্রিয়ান ঢোল বাজিয়ে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট দেখার প্রস্তুতি ৷
-
মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে চলল ভস্ম আরতি ৷ ভারত যাতে বিশ্বকাপ যেতে মহাদেবের কাছে সেটাই চাইলেন ভক্তরা ৷
-
উত্তরপ্রদেশের আমরোহাতে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মার 8ফুট উঁচু প্রোর্ট্রেট বানিয়েছেন শিল্পী জুহেইব ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় টিমকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন ৷
- ভারতীয় রেলের তরফ থেকেও বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে ক্রিকেটপ্রেমীদের জন্য আজ সকালে স্পেশাল বন্দেভারত ট্রেন চালানো হল ৷ মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে আমেদাবাদ পর্যন্ত চলল এই সুপারফার্সট এক্সপ্রেস ট্রেনটি ৷
আরও পড়ুন: