নয়াদিল্লি, 13 অক্টোবর:বহুদিন ধরেই এ দেশে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে পাকিস্তানি যোগের বিষয়টি উল্লিখিত ৷ আর সেই কারণেই এই মুহূর্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ ৷ রাজনৈতিক চাপানউতোরের জেরে আপতত দুই দেশের ক্রিকেট মাঠে দেখা হয় কেবল আইসিসির ইভেন্ট এবং এশিয়ান ক্রিকেটে কাউন্সিল আয়োজিত ম্যাচগুলিতেই ৷ এরইমধ্যে শনিবার আইসিসি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের ৷ সেই ম্যাচ বয়কটের দাবি তুললেন নেটিজেনদের একাংশ ৷ আর এই বয়কটের দাবি সামনে আসতেই আবারও সামনে এল একটি পুরনো বিতর্ক ৷ কূটনৈতিক সম্পর্ক এবং খেলাধূলাকে কি আলাদা রাখা উচিত না উচিত নয় ৷
এর আগে 13 সেপ্টেম্বর, কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর এবং একজন ডেপুটি পুলিশ সুপার ৷ সেই ঘটনাকে টেনে এনেই আরও বেশি করে বয়য়কটের দাবি উঠেছে নেটপাড়ায় ৷ এমনকী ভারত-পাকিস্তানের খেলা শুরুর আগে মেগা ইভেন্টে যেহেতু অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং গান গাইবেন তাই তাঁদেরও ক্ষোভের মুখে পড়তে হয়েছে ৷