পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড় - ক্রীড়াপ্রেমী

ICC World Cup 2023 Final: আমেদাবাদের রোদ ঝলমলে আকাশে শনিবার ভিড় করেছে হতাশার মেঘ ৷ এই হতাশা বিশ্বকাপ ফাইনালের টিকিট না পাওয়ার ৷ হাজারও ক্রীড়াপ্রেমীরা এসে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ তবে সব হাউজফুল ৷ অমিল অনলাইন থেকে অফলাইন টিকিটও ৷

India vs Australia ICC World Cup 2023 Final
বিশ্বকাপ ফাইনাল

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 3:31 PM IST

আমেদাবাদ, 18 নভেম্বর: রাতে পেরোলেই গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেটের মহাযুদ্ধ ৷ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া ৷ রবিবারের ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ৷ তবে তারই মাঝে ভিড় করেছে হতাশাও ৷ স্টেডিয়ামে বসে ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখার সুযোগ হাতছাড়া হবে ভেবেই মনমরা ক্রীড়াপ্রেমীরা ৷ কারণ টাকা দিয়েও এখন আর মিলছে না টিকিট ৷ সে অনলাইন হোক বা অফলাইন ৷

শনিবার টিকিট না পেয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ফিরে যেতে দেখা গেল হাজারও দর্শককে ৷ তাদের কেউ এসেছেন গোয়া তো কেউ বিদেশ থেকে ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে সেরকমই কিছু ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কথা বলে ইটিভি ভারত ৷ তাঁরা জানাচ্ছেন, 2000 টাকার টিকিট কালোবাজারে 20000 টাকার বিক্রি হচ্ছে ৷ তাই তাঁরা অনলাইন বা অফলাইনে টিকিট পাচ্ছেন না । তবে শুধু আমেদাবাদের নয়, এখানে ভিড় জমিয়েছে গোয়া, মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্য থেকে আসা ক্রীড়াপ্রেমীরা ৷ সকলেই খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ৷

তবে টিকিট না পাওয়ায় বিপাকে পড়তে হয়েছে অনেককেই । ফাইনাল ম্যাচের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামের বাইরে তোলপাড় শুরু করেছে । গোয়ার থেকে আসা ক্রিকেট ভক্ত অজয় সতীশ বলেন, "আমরা রবিবারের ম্যাচের জন্য আজ গোয়া থেকে উড়ে এসেছি । আমরা বিমানবন্দর থেকে সোজা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসেছিলাম ৷ কিন্তু কোনও টিকিট পাইনি । আমরা যদি টিকিট নাও পাই, তবু ঘরে বসে টিভিতে ম্যাচটি দেখব ৷ আমরা প্রার্থনা করব ভারত যেন ফাইনাল জেতে ।"

নাগপুর থেকে আসা আরেক ক্রিকেট ভক্ত সাগর বলেন, "আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 1 লক্ষ 30 হাজার দর্শকের সঙ্গে বসে সরাসরি ম্যাচটি দেখতে পারাটা আনন্দের । আমি নাগপুর থেকে আমার পুরো পরিবার নিয়ে এখানে এসেছি এই ম্যাচটি সরাসরি দেখার জন্য টিকিট কিনতে । আমরা আটজন টিকিট কিনতে এসেছি ৷ কিন্তু কেউ ম্যাচের টিকিট পাইনি । বর্তমানে 2000 টাকার টিকিটের দাম 20000 টাকা এবং 4000 টাকার টিকিট 40000 টাকায় বিক্রি হচ্ছে ৷ তবে আশা করছি ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে জিতবে ।"

স্থানীয় ক্রিকেট অনুরাগী অনিলের কথায়, যখন অনলাইন টিকিটের জন্য স্লটগুলি খোলা হয় তখন তাঁরা দুই থেকে তিন ঘণ্টা কঠোর পরিশ্রম করে ৷ কিন্তু লাভ সেরকম হয়নি ৷ মাত্র দুটি টিকিট হাতে পেয়েছে তিনি এবং তাঁর বন্ধুরা ।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে নিয়ে রোহিত-কামিন্সদের মহারণে হাজির থাকবেন মোদি

'সবকা বদলা লেগা রে তেরা রোহিত', হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল ?

বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও

ABOUT THE AUTHOR

...view details