কলকাতা, 5 নভেম্বর:দৈনিক 100 টাকা খোরাকি, বার্ষিক 70 হাজার টাকার চুক্তিতে কলকাতা ময়দানের ক্লাব ক্রিকেটে খেলতে আসা যুবক বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোলিং কিংবদন্তি। যার সামনে চলতি বিশ্বকাপে 14 জন ব্যাটার ভূপতিত। বাকিরা 'শামি আ রাহা হ্যায়' এই দুঃস্বপ্নে আতঙ্কিত। সাতটি ম্যাচের তিনটিতে খেলে 14টি উইকেট ঝুলিতে। এবার নিয়ে শামি তাঁর ক্রিকেট জীবনের তিন নম্বর ওয়ান-ডে বিশ্বকাপ খেলছেন। মোট উইকেট সংখ্যা আপাতত 45। ইডেন সেই সংখ্যাটা আরও বাড়ছে দেখতে চায়। সম্ভব হলে 67 হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উইকেট প্রাপ্তির সংখ্যায় শামি রবিবার হাফ সেঞ্চুরি করে ফেলুন এটাই ইডেনের আশা।
আসলে উত্তরপ্রদেশ জাত বাংলার ক্রিকেট আবহে লালিত মহম্মদ শামি আদতে, "আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়।" তবে ক্রিকেট তো পরিসংখ্যানে নির্ভর। সেখানে আকর্ষণীয় পরিসংখ্যান হল শামির বিশ্বকাপের উইকেটে একটাও এল বি ডবলিউ আউট নেই। অর্থাৎ কতটা অভ্রান্ত একজন বোলার এই মধ্য তিরিশের পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ শিকারের পরে শামি জানিয়েছিলেন তিনি নির্দিষ্ট লাইনে বল করতে চেয়েছিলেন। কলকাতা ময়দানে যার হাত ধরে শামির আত্মপ্রকাশ সেই দেবব্রত দাস বলছেন বড় সড় চেহারা না-হলেও শামি প্রথম দিন থেকে অভ্রান্ত নিশানায় বল ফেলতে পারে।