বেঙ্গালুরু, 26 অক্টোবর: মাঠটা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ৷ আর ইংল্যান্ডের অর্ধেক দল বৃহস্পতিবার ড্রেসিংরুমে ফিরল মাত্র 85 রান তুলতে গিয়েই ৷ টসে জিতে প্রথম ব্যাটিং করার সুযোগ পাওয়ার পর এমন একটা দু-স্বপ্নও হয়তো কল্পনা করতে পারেননি ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ কিন্তু মুম্বই থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এসেও ব্যাটিং বিপর্যয় পিছু ছাড়ল না ইংল্যান্ডের ৷ শ্রীলঙ্কার আগুনে বোলিংয়ের সামনে মাত্র 156 রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস ৷
ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার 400 রানের টার্গট তাড়া করতে নেমে মাত্র 170 রানের গুটিয়ে গিয়েছিল বাটলারবাহিনী ৷ অ্যাঙ্গেলো ম্যাথিউস, লাহিড়ু কুমারা এবং কাসুন রাজিথাদের সামনে শুরুটা ভালোই করেন জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান ৷ কিন্তু 30 রানে বেয়ারস্টো এবং 28 রানে মালান ড্রেসিংরুমে ফেরার পর এদিন ফের একবার ভেঙে পড়ল মিডল অর্ডার ৷ অধিনায়ক নিজেও রানে ফিরতে পারেননি ৷ রান পাননি জো রুট, লিয়াম লিভিংস্টোন, মঈন আলিও ৷