আমেদাবাদ, 4 নভেম্বর:অস্ট্রেলিয়া-ইংল্যান্ড আর ভারত-পাকিস্তান ক্রিকেট বিশ্বে এর চয়ে বড় আইকনিক লড়াই আর নেই বললেই চলে ৷ চলতি বিশ্বকাপে অবশ্য় তেমন ফর্মে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ একের পর এক ম্যাচ হারতে হারতে তাঁদের অবস্থান লিগ টেবিলের একেবারে তলানিতে ৷ শনিবার আমেদাবাদে কিছুটা হলেও ইংল্যান্ড বোলিংয়ে চোখে পড়ল চেনা আভাস ৷
গত কয়েক ম্যাচ ধরে বিধ্বংসী ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার ৷ রান পেয়েছিলেন ট্রাভিস হেডও ৷ তাঁদের দু'জনকেই অল্প রানে সাজ ঘরে ফিরিয়ে দেন ক্রিস ওকস ৷ মিডল অর্ডারে ভরসার নাম সেই স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন ৷ কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তুলে স্মিথ করলেন 44 রান ৷ আর 71 রানের ঝকঝকে ইনিংস খেলেন লাবুশেন ৷ 7টি চার দিয়ে সাজানো এই ইনিংসের জেরেই সংকট এড়াল প্যাট কামিন্সের দল ৷
গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ফিনিশিং নিয়ে কিছুটা আশংকা তো ছিলই ৷ তবে সে দায়িত্ব পালন করার যথেষ্ট চেষ্টা করেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস ৷ গ্রিনের ব্যাট থেকে আসে 47 রান, আর স্টয়নিস করেন 35 ৷ কেউই শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি ৷ তবে শেষবেলায় অজি ইনিংসকে গতি দেন অ্যাডাম জাম্পা ৷ করেন গুরুত্বপূর্ণ 29 রান ৷ নিয়ন্ত্রিত বোলিং করেন ইংল্যান্ডের বোলাররাও ৷ সর্বাধিক 4 উইকেট শিকার করেন ক্রিস ওকস ৷ 2টি করে উইকেট পান আদিল রশিদ এবং মার্ক উড ৷ 49.3 ওভারে 286 রানে শেষ হয়ে যায় অজি ইনিংস ৷
আরও পড়ুন:হার্দিকের অনুপস্থিতিতে অবশিষ্ট বিশ্বকাপে রোহিতের ডেপুটি রাহুল
আমেদাবাদের মাটিতে বেশ কঠিন হতে চলেছে এই লড়াই ৷ ইংল্যান্ডের পক্ষেও সহজ হবে না 287 রান তুলে জয়ে ফেরা ৷ আর সেটা সম্ভব না-হলে বিশ্বকাপ থেকে বিদায় এদিনই নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্যও সেমি নিশ্চিত করতে ভীষণ জরুরি হতে চলেছে এই জয় ৷