মুম্বই, 20 অক্টোবর: 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন' ইংল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপে একটি বড় অঘটন ঘটিয়েছিল আফগানবাহিনী ৷ সেই হারের স্মৃতি ভুলে আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত তাঁরা ৷ ঠিক এমনটাই জানালেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ ইংল্যান্ডের সামনে গত ম্যাচে 285 রানের টার্গেট রেখেছিল আফগানরা ৷ কিন্তু সেই রান তাড়া করতে নেমে 215 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷
শুক্রবার ওয়াংখেড়েতে অনুশীলন শুরুর আগে বাটলার বলেন, "আমাদের হাতে কয়েকদিন সময় ছিল হারটা হজম করে আবার এগিয়ে যাওয়ার জন্য ৷ আমাদের কিছু আলোচনা হয়েছে ৷ আর গতদিন রাতের অনুশীলনটাও খুব ভালো ছিল ৷" বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই অল-রাউন্ডার বেন স্টোকসকে ফিরিয়ে নিয়ে এসেছে ইংল্যান্ড ৷ কিন্তু ফিটনেস সংক্রান্ত সমস্য়ার জেরে এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি ৷
বাটলার বলেন, "দল নির্বাচনের ক্ষেত্রে এতগুলো অপশন রয়েছে যে কখনও কখনও বিষয়টা বেশ কঠিন হয়ে যায় ৷ সঠিক ভারসাম্য বজায় রাখাটা অনেক সময় মাঠের ওপরও নির্ভর করে ৷ কিন্তু গত রাতে বেন দারুণ ট্রেনিং করেছেন ৷ ওকে ফিরে পেয়ে দারুণ লাগছে ৷" তবে তাঁর নেতৃত্বের দক্ষতার কথা মাথায় রেখেও তিনি জানান, দলের ভারসাম্যের কথা মাথায় রেখে বেনকে খেলোনো হবে কি না সেই সিদ্ধান্ত নেবেন তিনি ৷