পুনে, 9 নভেম্বর:বিশ্বকাপে খেতাব দখল থেকে ছিটকে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে অনেক আগেই। পরপর পাঁচটি ম্যাচ হারের মুখ দেখার পর জয়ের মুখ দেখল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল, বুধবার পুনেতে নেদারল্যান্ডসকে 160 রানে হারালেন জস বাটলারের দল। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকল ইংল্যান্ড ৷ ফর্মে ফিরে শতরান হাঁকালেন স্টোকস। গতকালের জয়ের পর পয়েন্ট তালিকায় দশ থেকে একেবারে সাতে উঠে এল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের 2টো'তে জিতে পয়েন্ট সংখ্যা 4 ৷
স্টোকস এদিন 6টি চার ও 6টি ছয়ের সাহায্যে 84 বলে 108 রান করেন। 74 বলে 87 রান করে রান আউট হন ডেভিড মালান। 85 বলে 51 রান করেন ক্রিস ওকস। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে 9 উইকেটে 339 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কোনও সময়ই দানা বাধেনি নেদারল্যান্ডসের ইনিংস। পুনের 22 গজে প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেননি স্কট এডওয়ার্ডসরা। রান তোলার গতিও ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা মইন আলি 42 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। 54 রান দিয়ে 3 উইকেট আদিল রশিদ। মূলত ইংল্যান্ডের দুই স্পিনারের সামনে টিকতে পারেন না নেদারল্যান্ডসের ব্যাটাররা। বুধবারের 160 রানে জয়ের ফলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বারের বিশ্বজয়ীদের খেলার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেল। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে চলতি বিশ্বকাপের সাতটি দল ৷ সেই সঙ্গে আয়োজক দেশ হিসেবে থাকবে পাকিস্তান।