ধরমশালা, 10 অক্টোবর: বিশ্বকাপের সপ্তম ম্যাচে বাংলাদেশকে 137 রানে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড ৷ ধরমশালার মাঠ নিয়ে এর আগে প্রশ্ন তুলে দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ তবে মঙ্গলবার সেই মাঠেই বিশাল জয় পেল ইংরেজ বাহিনী ৷ ম্যাচের প্রথম ইনিংসে ডেভিড মালানের 140 রান এবং জো রুটের 82 রানের ইনিংসের সৌজন্যে 364 রান (9 উইকেট) তোলে ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 227 রানেই অলআউট হয়ে যায় 'টাইগার'রা ৷ রিকি টপলে এবং ক্রিস ওকসের আগুনের বোলিংয়ের সামনে লিটন দাস এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারেননি ৷
সপ্রতিভ হয়ে নিজের খেলাটুকু খেললেন একমাত্র লিটনই ৷ ক্রমাগত উইকেট পতনের মাঝেও লড়ে যান তিনি ৷ মাত্র 66 বলে 7টি চার এবং 2টি ছয় দিয়ে সাজানো 76 রানের ইনিংস উপহার দেন বাংলাদেশি ওপেনার ৷ কিন্তু লিটনের ইনিংসের মাঝেই অন্যদিকে একের পর এক বাংলাদেশি ব্যাটার ঘরে ফিরিয়ে দেন টপলে ৷