মুম্বই, 15 নভেম্বর: 'বেন্ট ইট লাইক বেকহ্যাম' ৷ বাঁক খাওয়ানো ফ্রি-কিকে নিশানায় এতটাই অব্যর্থ থাকতেন তিনি যে, পরবর্তীতে ডেভিড বেকহ্যামের ফুটবলশৈলীকে শ্রদ্ধা জানিয়ে ফুটবলমহলে জনপ্রিয় হয়েছিল কথাটি ৷ ইউনিসেফের দূত হয়ে সেই কিংবদন্তি ইংরেজ ফুটবলার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে আসছেন, দিনকয়েক আগে খবরটা চাউর হতেই উত্তেজনা বেড়ে গিয়েছিল কয়েকগুণ ৷ আর বুধের ওয়াংখেড়েতে হাজির হয়ে বেকস বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের জৌলুস বাড়ালেন বৈকি ৷ উপহার হিসেবে কিংবদন্তিকে শতরান উপহার দিলেন বিরাট কোহলি ৷
উপহার কেন বলা হচ্ছে তা বেকহ্যামের ইনস্টা প্রোফাইল দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে ৷ আসমুদ্র-হিমাচলের মতোই এদিন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটেছেন লিওলেন মেসির বর্তমান ক্লাবের মালিক ৷ এদিন 'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ফ্রি-কিকের রাজা ৷ লেখেন, "কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল" ৷ এরপর বিরাট কোহলির সঙ্গে কথোপকথনের সারেন বেকস ৷ দু'জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা না-গেলেও আলোচনার মুহূর্তের একটি ছবি জস বাটলারদের দেশের প্রাক্তন ফুটবলার ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন, "ছেলেটির খেলা দেখতে মুখিয়ে রয়েছি ৷"