নয়াদিল্লি, 14 নভেম্বর: বিশ্বকাপ হাইভোল্টেজ সেমিফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 12 বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। বুধ ও বৃহস্পতিতে চলতি বিশ্বকাপের জোড়া সেমিফাইনাল ৷ বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত কিউই অভিযানে নামবে ৷ অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতায় মুখোমুখি হচ্ছে প্রোটিয়া বনাম অজি ৷ যদি কোনও কারণে বৃষ্টিতে শেষ চারের ম্যাচদু'টি ভেস্তে যায় তাহলে ফলাফল বেরোবে কী হবে? এ নিয়ে বিস্তারিত জানিয়ে দিল আইসিসি ৷ পাশাপাশি মঙ্গলবার আইসিসির তরফে বিশ্বকাপ জয়ের পুরস্কারমূল্যও ঘোষণা করা হয়েছে।
বৃষ্টির কথা মাথায় রেখে আইসিসি সেমিফাইনালের জন্য অতিরিক্ত একটি দিন রিজার্ভ-ডে হিসেবে ধার্য করেছে। যদি কোনও কারণে বুধবার খেলার নিষ্পত্তি না-হয়, তা হলে বৃহস্পতিবার রিজার্ভ ডে'কে কাজে লাগানো যাবে। দু'দিনে দুটি দলকে অন্ততপক্ষে 20 ওভার করে ব্যাট করতে হবে। তা হলেই খেলার ফলাফল ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ওভার কমলে সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে। যদি দু'দিন কোনওভাবেই দু'টি দলের 20 ওভার করে ব্যাটিং সম্পূর্ণ না-হয় সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে।
আর তাতে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ফাইনালের টিকিট পাবে। অর্থাৎ ভারত নিজেদের সব ক'টি ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগের খেলা শেষ করেছে। চার নম্বরে শেষ করেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট 10 ৷ অর্থাৎ, কোনও কারণে যদি ম্যাচের ফলাফল না-হয় তা হলে শীর্ষে থাকায় ফাইনালে উঠে যাবে ভারত। পুরস্কারমূল্য নিয়ে আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে চার মিলিয়ন মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে 2 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলি পাচ্ছে 40 হাজার মার্কিন ডলার।