মুম্বই, 15 নভেম্বর: রুদ্ধশ্বাস সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালের রাস্তা খুলল টিম ইন্ডিয়া ৷ স্কোরলাইন দশে-দশ ৷ লিগ টেবিলে অজেয় থেকে বিশ্বকাপের সেমিতে পৌঁছেছিল ভারতীয় দল ৷ কিউয়িবাহিনীকে হারানোর পাশাপাশি লক্ষ্য ছিল 2019 সালের সেমিফাইনালের বদলা নেওয়া ৷ গত বিশ্বকাপে এই কেন উইলিয়ামসনদের কারণেই বিশ্বকাপ জয়ে আশা শেষ হয়ে গিয়েছিল ভারতের ৷ ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইতে নিল 'মেন ইন ব্লু' ৷ জয়ের আবহে ফিরে দেখা ভারতের জয়ের সফরনামা ৷
লিগের ম্যাচ:
ভারত-অস্ট্রেলিয়া: বিশ্বকাপে প্রথম ম্যাচেই কড়া প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া ৷ ভারতীয় বোলারদের দাপটে মাত্র 199 রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ জবাবে ব্যাট করতে নেমে 2 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারতও ৷ তবে বিরাট কোহলির 85 রান এবং কে এল রাহুলের অপরাজিত 97 রানের দৌলতে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া ৷
ভারত-আফগানিস্তান:চলতি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় জয় আসে আফগানিস্তানের বিপক্ষে ৷ প্রথমে ব্যাট করে হাসমতউল্লাহ শাহিদির 80 ও আজমতউল্লাহের 62 রানের জেরে 272 রান তোলে আফগানবাহিনী ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন জসপ্রীত বুমরাহ ৷ জবাবে ব্যাট করতে নেমে রোহিতের 131 এবং বিরাটের 55 রানের দুরন্ত ইনিংসের দৌলতে 8 উইকেটে জয় তুলে নেয় ভারত ৷
ভারত-পাকিস্তান:14 অক্টোবর ভারতের তৃতীয় ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৷ এই ম্যাচেও ভারতীয় বোলাররা ধ্বংস করে দেন পাকিস্তানি ব্যাটিং অর্ডারকে ৷ মাত্র 191 রানে গুটিয়ে যায় বাবর আজমের দল ৷ দলের হয়ে একমাত্র অর্ধশতরানটি করেন বাবরই ৷ জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই এদিন দু'টি করে উইকেট পান ৷ জবাবে ব্যাট করতে নেমে রোহিতের অধিনায়কোচিত 86 এবং শ্রেয়সের 53 রানের সুবাদে 7 উইকেটে জয় পায় ভারত ৷
ভারত-বাংলাদেশ:চতুর্থ ম্যাচে রোহিতের দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের ৷ ভারতের বোলারদের দাপটে এদিন 256 রানেই শেষ হয়ে যায় বাংলা টাইগারদের লড়াই ৷ রান তাড়া করতে নেমে চলতি বিশ্বকাপে তাঁর প্রথম শতরানটি করেন বিরাট ৷ অন্যদিকে হাফসেঞ্চুরি পান শুভমান গিলও ৷ এই ম্যাচটিও ভারত জিতে নেয় 7 উইকেটে ৷
ভারত-নিউজিল্যান্ড:পঞ্চম ম্যাচে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে অবশ্য ভারতীয় বোলাররা কিছুটা কড়া শাসনের মুখে পড়েন ৷ রাচিন রবীন্দ্রর 75 রান এবং ড্যারিল মিচেলের 130 রানের ইনিংসের জেরে এক সময় তো এও মনে হয়েছিল রানের পাহাড় গড়বে কিউয়িরা ৷ কিন্তু ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ শামি ৷ 54 রান খরচ করে তুলে নেন 5 উইকেট ৷ তাঁর বোলিংয়ের সুবাদেই এদিন 273 রানে নিউজিল্যান্ডকে থামিয়ে দেয় ভারতীয় দল ৷ জবাবে ব্যাট করতে নেমে চেজ মাস্টার বিরাটের ব্যাট থেকে আসে 95 রান ৷ 4 উইকেটে এই ম্যাচ ঘরে তোলে ভারতীয় দল ৷
ভারত-ইংল্যান্ড: ষষ্ঠ ম্যাচে, ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত 87 রানের ইনিংস খেললেও ভারত গুটিয়ে যায় মাত্র 229 রানে ৷ তবে ম্যাচ ঘুরিয়ে দেন ভারতীয় বোলাররা ৷ শামি-বুমরার জোড়া আক্রমণে 129 রানেই গুটিয়ে যায় জস বাটলারের দল ৷