শপিং মল ঘুরলেন পাক ক্রিকেটাররা কলকাতা, 7 নভেম্বর: রবিবার রাতে কলকাতায় পা দিলেও এখনও মাঠমুখো হয়নি পাকিস্তান ক্রিকেট দল । সোমবারের পরে মঙ্গলবার ছুটির মেজাজে দেখা গেল পাক ক্রিকেটারের। সারাদিন হোটেলবন্দি না-থেকে সকালে অধিনায়ক বাবর আজম রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের কোর্সে বেশ কিছুক্ষণ সময় কাটালেন ৷ সঙ্গে ছিলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল এবং হেড কোচ গ্রান্ট বার্ডবান ৷ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁদের গলফ ক্লাবে নিয়ে যাওয়া হয় । এখানেই শেষ নয়, বিকেলে মানি স্কোয়্যার মলে ঘুরতেও দেখা গিয়েছে পাক ক্রিকেট দলকে ৷ সেখানে উৎসাহিত অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন পাক ক্রিকেটাররা ৷
সোমবারই কলকাতার গলফ কোর্সে গিয়ে গলফ খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন পাক অধিনায়ক । প্রথম পর্বের কলকাতা সফরে এসে ইকোপার্কে ঘুরতে গিয়েছিলেন । কলকাতার বিরিয়ানির স্বাদও গ্রহণ করেন । দ্বিতীয় পর্বে ক্রিকেটে বাড়তি মনোযোগী পুরো দল । হেটেলেই জিম সেশন, সুইম সেশন এবং বিশ্বকাপের খেলায় চোখ রেখে গত দু'দিন কাটিয়েছেন। তবে মঙ্গলবার অধিনায়ক বাবর আজম গলফ খেলেছেন । ক্রিকেটের বাইরে গলফ খেলতে ভালোবাসেন । তাই কলকাতায় পা দিয়ে গলফ থেকে দূরে থাকতে পারলেন না তিনি।
আরও পড়ুন : বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে নীরবে নিজের কাজ করে চলেছেন 'স্যর' জাদেজা
11 নভেম্বর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান । এই ম্যাচের সাফল্যের উপর পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার বিষয়টি নির্ভর করছে । কারণ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাকিস্তানের সামনে শেষ চারে যাওয়ার রাস্তা কিছুটা খুলে দিয়েছে । বিদায়ের দোরগোড়া থেকে শেষ চারের আশা দেখা দিতেই মরিয়া হয়ে উঠেছে পাক দল । চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড । গতবারের চ্যাম্পিয়নরা এবার হতশ্রী পারফরম্যান্স করে চলেছে । তাদের বিরুদ্ধে তাই বড় জয়ের লক্ষ্যে নামতে চাইছে পাকিস্তান ।
তলিয়ে যেতে যেতে ভেসে ওঠার নজির পাকিস্তানের রয়েছে । 1992 সালে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল । চার বছর আগে 2019 সালে পয়েন্ট টেবিলে চলতি বিশ্বকাপের মত একই অবস্থানে ছিল । সেবার রানার্স হয়েছিল নিউজিল্যান্ড । কিন্তু গ্রুপ পর্বে নিউজিল্যান্ড নয় ম্যাচে পাঁচটি জয়, তিনটি পরাজয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 11 পয়েন্ট পেয়েছিল । রান রেট ছিল 0.175 । চার বছর পরে 2023 সালে নিউজিল্যান্ড আপাতত আটটি ম্যাচে চারটি জিতেছে চারটিতে পরাজিত । পয়েন্ট আট । রান রেট 0.40 । অন্যদিকে, পাকিস্তান আটটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে এবং চারটিতে হেরেছে । তাদেরও পয়েন্ট আট । রান রেট 0.04 । অন্যদিকে আফগানিস্তানও সাত ম্যাচে আপাতত চারটি জয়কে সম্বল করে আট পয়েন্টে দাঁড়িয়ে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারলে তাদের দরজা খুলতে পারে । তাদের রান রেট -0.33 । তবে আফগানিস্তান সর্বোচ্চ দশ পয়েন্টে পৌঁছলেও তাদের শেষ চারের দরজা খোলা কঠিন । কারণ তাদের রানরেট ।
আরও পড়ুন : বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের