পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হেডের ব্যাটে 'বিরাট' জয় অস্ট্রেলিয়ার, সবরমতীর জলে রোহিতদের বিশ্বজয়ের স্বপ্নের 'সলিল সমাধি'

Australia Beat India in WC Final: দু'দশক পরেও ফিরল একই দুঃস্বপ্ন ৷ জো'বার্গের হারের ক্ষতের বদলা নেওয়ার স্বপ্ন সফল হল না রোহিত শর্মাদের ৷ ভারতকে ঘরের মাঠে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয় করল অস্ট্রেলিয়া ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 9:23 PM IST

Updated : Nov 19, 2023, 10:50 PM IST

আমেদাবাদ, 19 নভম্বর: 20 বছর কাটল ৷ সেদিন অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্লান্ত পা টানতে টানতে মঞ্চে উঠেছিলেন এক হতাশ নায়ক ৷ তাকিয়েছিল গোটা জোহানেসবার্গ ৷ অধিনায়ক বদল হল বটে তবে ছবিতে একই রয়ে গেল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও ৷ সবরমতীতেই বিশ্বজয়ের আশার সলিল সমাধি ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ 22 মার্চ বাঙালি অধিনায়কের হাত থেকে বিশ্বকাপের সোনালি ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন রিকি পন্টিং ৷ আর 19 নভেম্বরের রাতে ভারতের জয়ের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়লেন প্যাট কামিন্স ৷

241 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এদিন শুরুতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়াও ৷ ভারতের হয়ে প্রথম ঝটকা দেন মহম্মদ শামি ৷ ডেভিড ওয়ার্নারের উইকেট হয়তো আসতো প্রথম ওভারেই ৷ কিন্তু জসপ্রীত বুমরার বলে ব্যাটের কানায় লাগলেও ক্যাচ তালুবন্দি করতে পারেননি কেউই ৷ এরপর দ্রুত মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন বুমরাও ৷ কিন্তু এ যেন চেন্নাইয়ের প্রথম ম্যাচের রিপিট টেলিকাস্ট ৷ সেবার মঞ্চে অবতীর্ন হয়েছিলেন কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ আর এদিন ম্যাচের নায়ক হয়ে উঠলেন মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড ৷

এর আগেও অজিদের বিপদ থেকে উদ্ধার করেছেন হেড ৷ 95 বলে দুরন্ত শতরান উপহার দেন তিনি ৷ তিনি মাঠ ছাড়েন 137 রান করে ৷ তাঁর এই ইনিংসের দৌলতেই কার্যত চালকের আসন ফিরে পায় অস্ট্রেলিয়া ৷ পাশাপাশি হাফসেঞ্চুরি পান লাবুশেনও ৷ এই বিরাট জয়ের সৌজন্যে ষষ্ঠবার বিশ্বকাপ জয় করল ক্যাঙারুবাহিনী ৷ বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এদিন কোনও ক্ষেত্রেই অজিদের টেক্কা দিতে পারেনি ভারতীয় দল ৷

দিনের শুরুতে টসে হারই যেন ভবিতব্য নিশ্চিত করে দিয়েছিল ৷ শুরুটা দারুণ করেন রোহিত ৷ কিন্তু হিটম্যান-শ্রেয়স আইয়ার ঘরে ফিরতেই তাল কেটে যায় ভারতীয় ইনিংসের ৷ তারপর কেএল রাহুলকে লড়াইটা বিরাট চালান ঠিকই কিন্তু মাঝপথে হঠাৎ তৈরি হল বিপদ ৷ প্যাট কামিন্সের বলে কোহলি আউট হতেই কেএল যেন চলে যান টেস্ট মোডে ৷ 240 রান সম্বল করে এমন পিচে জয় তুলে নেওয়া সহজ নয় ৷ পারেননি বুমরারাও ৷ শেষ পর্যন্ত 42 বল বাকি থাকতেই 6 উইকেটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন:

  1. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'
  2. ফাইনালে অসহায় ভারতীয় ব্যাটিং, অজি বোলারদের সামনে আড়াইশোর আগেই শেষ টিম ইন্ডিয়া
Last Updated : Nov 19, 2023, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details