আমেদাবাদ, 19 নভম্বর: 20 বছর কাটল ৷ সেদিন অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্লান্ত পা টানতে টানতে মঞ্চে উঠেছিলেন এক হতাশ নায়ক ৷ তাকিয়েছিল গোটা জোহানেসবার্গ ৷ অধিনায়ক বদল হল বটে তবে ছবিতে একই রয়ে গেল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও ৷ সবরমতীতেই বিশ্বজয়ের আশার সলিল সমাধি ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ 22 মার্চ বাঙালি অধিনায়কের হাত থেকে বিশ্বকাপের সোনালি ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন রিকি পন্টিং ৷ আর 19 নভেম্বরের রাতে ভারতের জয়ের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়লেন প্যাট কামিন্স ৷
241 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এদিন শুরুতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়াও ৷ ভারতের হয়ে প্রথম ঝটকা দেন মহম্মদ শামি ৷ ডেভিড ওয়ার্নারের উইকেট হয়তো আসতো প্রথম ওভারেই ৷ কিন্তু জসপ্রীত বুমরার বলে ব্যাটের কানায় লাগলেও ক্যাচ তালুবন্দি করতে পারেননি কেউই ৷ এরপর দ্রুত মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন বুমরাও ৷ কিন্তু এ যেন চেন্নাইয়ের প্রথম ম্যাচের রিপিট টেলিকাস্ট ৷ সেবার মঞ্চে অবতীর্ন হয়েছিলেন কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ আর এদিন ম্যাচের নায়ক হয়ে উঠলেন মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড ৷