আমেদাবাদ, 4 নভেম্বর: বিশ্বকাপ সাঙ্গ হল বিশ্বচ্যাম্পিয়নদের ! শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেন স্টোকসরা লড়াই করলেও অজিদের বিরুদ্ধে বিশ্বকাপে ইংরেজদের ভবলীলা সাঙ্গ হল ইংরেজদের ৷ লিগে প্রথম সাত ম্যাচে 6টি হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড ৷
287 রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন শুরুতেই জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড ৷ তবে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করেন ডেভিড মালান ৷ শেষরক্ষা হয়নি ৷ 11 বল বাকি থাকতেই 253 রানে শেষ হয়ে যায় ইংরেজদের ইনিংস ৷ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 64 রান করেন বেন ৷ 90 বলে তৈরি এই ইনিংসে রয়েছে মাত্র 2টি চার ও 3টি ছয় ৷ অন্যদিকে মালান করেন গুরুত্বপূর্ণ 50 রান ৷ মইন আলিও 42 রানের ইনিংস খেলে হার বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে অজি বোলিংয়ের সামনে এদিন কেউই খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ৷ আবারও ব্যর্থ ব্রিটিশ অধিনায়ক জস বাটলার ৷